
সম্প্রতি শীতের তীব্রতা বৃদ্ধির কারণে গরিব দুঃস্থ অসহায় লোকজন শীত বস্ত্রের অভাবে অত্যান্ত কষ্টের সহিত জীবন – যাপন করছেন। বর্তমান নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধগতির বাজারে নিজে খেয়ে পড়ে সংসার চালিয়ে শীতবস্ত্র ক্রয় করতে তাদের খুবই হিমসিম খেতে হচ্ছে। তারই পরিপ্রেক্ষিতে “বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীস”র উদ্যোগে আয়োজন করা হয় “শীত বস্ত্র বিতরণ কর্মসূচী-২০২৫”।
১২ই জানুয়ারি (২০২৫) রবিবার বিকাল চারটায় সাভার পৌরসভার ৩নং ওয়ার্ডে রাঢ়ীবাড়ী এলাকায় বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীস এর উদ্যোগে রাঢ়ীবাড়ী আহলে হাদীস কেন্দ্রীয় জামে মসজিদের সৌজন্যে কেন্দ্রীয় মসজিদের মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয় শীতবস্ত্র বিতরণ কর্মসূচী -২০২৫। উক্ত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক, ঢাকা জেলা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক, সাবেক সাভার পৌর সভার কাউন্সিলর ও মেয়র পদপ্রার্থী মোহাম্মদ খোরশেদ আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ মোহাম্মদ ইলিয়াস খান (সাভার বিশ্ববিদ্যালয় কলেজ ও উপদেষ্টা বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীস)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আলহাজ্ব কায়কোবাদ মোঃ শরীফুজ্জামান (উপদেষ্টা, বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীস, ঢাকা ও মানিকগঞ্জ জেলা। বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন জনাব আসাদুল ইসলাম ( সাধারণ সম্পাদক, বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীস, ঢাকা ও মানিকগঞ্জ জেলা)। শীতবস্ত্র বিতরণ কর্মসূচীর সার্বিক ব্যবস্থাপনার দায়িত্বে ছিলেন জনাব মোঃ জয়নাল আবেদীন ( বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীস ঢাকা ও মানিকগঞ্জ জেলা)। উক্ত কর্মসূচীতে মসজিদের সকল মুসুল্লিহ ও এলাকাবাসীর উপস্থিতিতে অনুষ্ঠানটিতে বক্তব্য রাখেন বিশেষ অতিথি জনাব অধ্যক্ষ মোহাম্মদ ইলিয়াস খান, জনাব আলহাজ্ব কায়কোবাদ মোঃ শরীফুজ্জামান, জনাব আসাদুল ইসলাম। উক্ত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত বক্তব্য রাখেন ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক, ঢাকা জেলা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক, সাবেক সাভার পৌর সভার কাউন্সিলর, মেয়র পদপ্রার্থী মোহাম্মদ খোরশেদ আলম। তিনি বলেন, আমি আপনাদের পাশে থেকে সাভারের উন্নয়ন করতে চাই এবং পরিষ্কার-পরিচ্ছন্ন সাভার এলাকাবাসীর কাছে উপহার দিতে চাই। তিনি সাভার বাসির পাশে সারা জীবন থাকতে চান সেবা করে। যেকোনো বিপদ-আপদে তিনি সকলের পাশে আছেন এবং সবার পাশে থাকতে চান । বক্তব্য শেষে সকলের মাঝে শীতবস্ত্র বিতরণ কর্মসূচী -২০২৫ এর কম্বল বিতরণ কর্মসূচীতে প্রধান অতিথি মেয়র পদপ্রার্থী মোহাম্মদ খোরশেদ আলম খোরশেদ এর হাত থেকে সকলে শীতবস্ত্র কম্বল গ্রহন করেন এবং এলাকাবাসী তার জন্য দোয়া করেন। সবাই শীতবস্ত্র কম্বল পেয়ে খুবই খুশি।