
যশোরের মনিরামপুরে নাগরিকদের মধ্যে উন্নত মানের জাতীয় পরিচয়পত্র (স্মার্ট কার্ড) বিতরণের কাজ চলছে । উপজেলার ১৭টি ইউনিয়ন ও একটি পৌরসভার প্রায় ৪ লাখ র্স্মাট কার্ডের বিপরীতে ইতিমধ্যে ১৭টি ইউনিয়নে প্রায় ২লাখ ২৩হাজার কার্ড বিতরণ করা হয়েছে। বর্তমানে মনিরামপুর পৌরশহরের বিভিন্ন ওয়ার্ডে র্স্মাড কার্ড বিতরনের কাজ চলছে। উপজেলা নির্বাচন অফিসার কল্লোল বিশ্বাস বলেন,গত ৪নভেম্বর‘২০২৪ থেকে শুরু হয়ে আগামী ২১ জানুয়ারী’২০২৫ পর্যন্ত র্স্মাট কার্ড আনুষ্ঠানিকভাবে বিতরনের কাজ চলবে। এরপর সরাসরি অফিস থেকে বিতরন করা হবে। জনগণের সেবায় আমাদের মুল লক্ষ্য। এদিকে স্মার্ট কার্ড পেয়ে খুশি নাগরিকেরা। নাগরিকদের মধ্যে উন্নত মানের জাতীয় পরিচয়পত্র (স্মার্ট কার্ড) সংগ্রহের কাজে নাগরিকদের ফ্রী টোকেন সেবা দিচ্ছেন বভিন্ন রাজনৈতিক দলের কর্মীবৃন্দ।
উল্লেখ্য,২২ ধরনের সেবা পাওয়ার ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্র কাজে লাগবে। আয়করদাতা শনাক্তকরণ নম্বর পাওয়া, শেয়ার আবেদন ও বিও হিসাব খোলা, ড্রাইভিং লাইসেন্স করা ও নবায়ন, ট্রেড লাইসেন্স করা, পাসপোর্ট করা ও নবায়ন, যানবাহন রেজিস্ট্রেশন, চাকরির আবেদন, বিমা স্কিমে অংশগ্রহণ, স্থাবর সম্পত্তি ক্রয়-বিক্রয়, বিয়ে ও তালাক রেজিস্ট্রেশন, ব্যাংক হিসাব খোলা, নির্বাচনে ভোটার শনাক্তকরণ, ব্যাংকঋণ, গ্যাস-পানি-বিদ্যুতের সংযোগ, সরকারি বিভিন্ন ভাতা উত্তোলন, টেলিফোন ও মোবাইলের সংযোগ, সরকারি ভর্তুকি, সাহায্য ও সহায়তা, ই-টিকেটিং, শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি, আসামি ও অপরাধী শনাক্তকরণ, বিজনেস আইডেনটিফিকেশন নম্বর পাওয়া ও সিকিউরড ওয়েব লগে ইন করার ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্রের নম্বর লাগবে। তবে আইনগতভাবে সেবা পাওয়ার ক্ষেত্রে জাতীয় পরিচয়ের নম্বর এখনো বাধ্যতামূলক করা হয়নি। এবারের স্মার্ট কার্ডে ব্যক্তির নাম (বাংলা ও ইংরেজি), মা-বাবার নাম, জন্মতারিখ ও জাতীয় পরিচয় নিবন্ধন নম্বর দৃশ্যমান থাকছে।