
ফরিদপুরের ভাঙ্গায় কুমার নদ ঘেঁষে বসবাস করা বেদে গোষ্ঠীর শিশুদের বিনা মূল্যে পড়ালেখার ব্যবস্থা করলেন উপজেলা প্রশাসন। মঙ্গলবার (৪ জানুয়ারি) পৌরসভার ২নং সদরদী সরাকারি প্রাথমিক বিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে বেদে গোষ্ঠীর ১৫ জন শিশু সন্তানকে ফুল দিয়ে বরণ করার পর তাদের হাতে বই ও শিক্ষা উপকরণ বিতরণ করেন ইউএনও মিজানুর রহমান। তারা শিক্ষার যে মূল স্রোতধারা থেকে দূরে রয়েছে। তাই তাদের স্কুলে যাওয়া, বই পুস্তক, শিক্ষা উপকরণ ও লেখাপড়ার আর্থিক সহায়তার সমস্ত দায়িত্ব বহন করবে উপজেলা প্রশাসন। এ সময় বাংলাদেশের কোন গোষ্ঠী, কোন সম্প্রদায় যেন শিক্ষার আলো থেকে দূরে না থাকে। এজন্য সমাজের দায়িত্বশীল ব্যক্তিদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. জাহাঙ্গীর হোসেন, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মো. তহিদুল ইসলাম, প্রধান শিক্ষক হোসনেয়ারা ইয়াসমিন আক্তার ববি, শিক্ষকগণ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি। বেদেনী সর্দার শাহীনূর বেগম জানান, আমাদের যাযাবর জীবন কাটছে, কিন্তু আমাদের বাচ্চাদের যাযাবর জীবন থেকে রক্ষা পাবে। বাচ্চারা স্কুলে পড়ে শিক্ষিত হয়ে সমাজের সবার সঙ্গে চলাফেরা করতে পারবে। বাচ্চাদের পড়াশুনার জন্য ইউএনও স্যার এগিয়ে আসছেন। এতে আমার অনেক খুঁশি।