
সাভার পৌরসভার ৫নং ওয়ার্ডের সুবিধাবঞ্চিত, হতদরিদ্র ও ছিন্নমূল অসহায় মানুষের মাঝে দেড় শতাধিক (১৫০ পিস)কম্বল বিতরণ করেছেন। ঢাকা জেলা যুবদলের সাবেক সহ-সাধারন সম্পাদক মোঃ রাজ্জাকুর রহমান রাজ্জাক। যুবদল নেতার উদ্যোগে পৌরসভার ৫ নং ওয়ার্ডে কম্বল বিতরণ করা হয়।
দিনের মধ্য প্রহরে সাভার পৌরসভার ৫ নং ওয়ার্ড রাজালাখ (মডেল মসজিদ )এলাকা ও অত্র এলাকার মধ্যদিয়ে এ কার্যক্রম পরিচালনা ও কম্বল বিতরণ করা হয়েছে।এলাকার সুবিধাবঞ্চিত ১৫০ এর ‘অধিক মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। সাভারে যুবদল ও ছাত্রদলের উদ্যোগে
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা যুবদলের সাবেক সহ-সাধারন সম্পাদক মোঃ রাজ্জাকুর রহমান রাজ্জাক। এসময় আরো উপস্থিত ছিলেন সাভার থানা ছাত্রদলের এরশাদ হোসেন জয় সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও সাভার পৌর ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক আলভি ইসলাম অপু, সাঈদ, মোখলেছুর রহমান,আশরাফুল,আলিফ, আব্দুল্লাহ, হীরা, সাকিব জয়ন্ত ও অন্যান্য নেতা কর্মীরা।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে আরো বলেন, শীতকালের মানব সেবাই হল শীতার্তদের পাশে দাঁড়ানো, নিঃস্বার্থভাবে সেবা করাই হল মানবতার সেবা। এমন মহৎ ও পূণ্যময় কাজেই রয়েছে পূর্ণ ইবাদত। আমাদের একটু সুদৃষ্টিতেই অনেকগুলো মানুষের বেঁচে থাকার কারণ হতে পারে। শীতের দিনে যেখানেই যাই যেমন রাস্তাঘাটের ফুটপাথে, রেলস্টেশন,বাস স্টেশন, হাসপাতাল, মার্কেট, রাস্তার বিভিন্ন অলিগলি সব জায়গাতেই শীতকালে শীতার্ত মানুষের দেখা মেলে। আমরা যে অবস্থায় থাকি না কেন নিজের সামর্থ্য অনুযায়ী যতটুকু সম্ভব অতটুকুই যথেষ্ট একজন মানুষকে সাহায্য করার জন্য। আমি বা আমরা বিগত সময়ে আপনাদের কাছে আশার ইচ্ছে থাকলেও পারিনি। আপনারা জানেন বিগত সরকার আমাদের উপর জুলুম, নির্জ্জাতন করেছে। আমাদের নেতা তারেক রহমানের নির্দেশ রয়েছে আপনাদের পাশে থাকার। আমরা আপনাদের পাশে সবসময়ই থাকতে চাই। আমাদের এ কার্যক্রম সবসময় চলমান থাকবে। মানুষের কল্যাণে তারা সব সময় একধাপ এগিয়ে। এবং মানুষের সেবায় নিয়োজিত।
তিনি আরো বলেন বরাবরের মতোই যুবদল মানুষের কল্যাণে ছিল আছে থাকবে।