
দিনব্যাপী আন্দোলনের পর নতুন কর্মসূচি ঘোষণা করেছে আওয়ামী সরকারের শাসনামলে চাকুরিচ্যুত পুলিশ সদস্যরা।বুধবার (২৯ জানুয়ারি) বিকেল ৫ টা ১৫ মিনিটে এ কর্মসূচি ঘোষণা করেন চাকুরিচ্যুত পুলিশ সদস্যের সংগঠন ভিকটিম পুলিশ পরিবারের মুখপাত্র তৌহিদ হোসেন।
নতুন কর্মসূচি অনুযায়ী আগামীকাল সকাল ৯ টা থেকে পুলিশ হেড কোয়াটারের সামনে বিক্ষোভ করবে সাবেক পুলিশ সদস্যরা। এতে সাবেক পুলিশ সদস্যের পরিবারের সদস্যদের যোগ দেওয়ার আহ্বান জানানো হয়েছে।
কর্মসূচি ঘোষণার সময় মুখপাত্র তৌহিদ হোসেন বলেন, আমরা দীর্ঘসময় ধরে আন্দোলন করেছি। যেহেতু আমাদের স্যারেরা আমাদের মিথ্যা আশ্বাস দিয়েছে। এখন আমাদের আন্দোলন চালাতে হবে। আর আমরা মিথ্যা আশ্বাসে বিশ্বাস করব না। আগামী সকাল ৯ টায় আপনারা পুলিশ হেড কোয়াটারের সামনে অবস্থান করবেন। পরিবার পরিজন সবাইকে নিয়ে অবস্থান করবেন। আমরা এখান থেকেই দাবি আদায় করে, নিজেদের পোশাক নিয়ে ফিরব।
এদিকে আগামীকাল হেড কোয়াটারে অবস্থান কর্মসূচি ঘোষণা করলেও প্রধান উপদেষ্টার কাছে যাওয়ার কথাও জানান সংগঠনটির অনেকে। প্রয়োজনে সচিবালয়ে ঘেরাও কর্মসূচিও পালন করতে পার সাবেক পুলিশ সদস্যরা । অন্যথায় আমাদের মৃত্যু ছাড়া উপায় নাই।