
গাজীপুরের কালিয়াকৈরে ওলামা পরিষদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। কালিয়াকৈর নিউমার্কেটের সোহাগ কনভেনশন হলে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা উলামা পরিষদের সভাপতি মুফতি এমদাদুল হকের সভাপতিত্বে সভায় সঞ্চালনা করেন, মুফতি আমিনুল ইসলাম আমিনী। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও বিএনপি নির্বাহী কমিটির সদস্য কাজী স্যায়েদুল আলম বাবুল। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক পারভেজ আহম্মেদ, প্রফেসর আজিজুল হক,গাজীপুর জেলা যুবদলের সদস্য সচিব এডভোকেট রফিকুল ইসলাম। এছাড়া, কালিয়াকৈর উপজেলা ওলামা পরিষদের বিভিন্ন ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদকগণ সভায় অংশ নেন। মোনাজাতে বিএনপি’র চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি সুস্বাস্থ্যের জন্য দোয়া কামনা করা হয়।