
অন্তবর্তীকালীন সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুলের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন (বিজেএসএ)। সংগঠনের পক্ষ থেকে প্রচার সম্পাদক মো. মোস্তানছির রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে শুক্রবার (৮ নভেম্বর) এই প্রতিবাদ জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি রাষ্ট্রীয় সফরের সময় ড. আসিফ নজরুল জেনেভা এয়ারপোর্টে কিছু দুর্বৃত্তের দ্বারা অপমানজনক আচরণের শিকার হন। বিদেশের মাটিতে বাংলাদেশের একজন প্রতিনিধি হিসেবে তার প্রতি এ ধরনের আচরণ কেবল শিষ্টাচারের পরিপন্থীই নয়, বরং এটি আমাদের জাতীয় মর্যাদা এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি চরম অসম্মান প্রদর্শনের শামিল।
বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন এই আচরণের তীব্র নিন্দা জানিয়ে জাতীয় মর্যাদা রক্ষা ও ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে সংশ্লিষ্ট মহলকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে। পাশাপাশি, ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে।