
বর্তমান সময়ে উচ্চশিক্ষা কিংবা বিদেশে স্থায়ীভাবে অবস্থানের জন্য আমাদের দেশের শিক্ষিত শ্রেণীর মানুষেরা বলতে গেলে একপ্রকার মুখিয়ে থাকে। একদিকে বিরাট অংকের শিক্ষিত বেকার অন্যদিকে চাকুরির অপ্রতুলতা এবং উন্নত জীবন যাপনের ইচ্ছা সাধারণভাবেই শিক্ষার্থীদের মাঝে তৈরি করে বিদেশের প্রতি প্রবল আগ্রহ।
তবে অনেকেই আছেন যারা পরিবার নিয়ে বসবাস করতে চান, প্রত্যাশা করেন একটি স্বপ্নের জীবনের। তবে অনেকেরই ধারণা থাকে না কিভাবে ইউরোপ,আমেরিকা কিংবা উন্নত বিশ্বে স্পাউস নিয়ে পাকাপোক্তভাবে অবস্থান করা যায়। কিভাবে নিজ দেশের কূটনৈতিকদের সাথে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করার সুযোগ তৈরি করা যায়।
প্রথমবারের মতো সেই বিষয়টি মাথায় রেখে নেক্সাস টেলিভিশন আয়োজন করেছে ‘ডিপ্লোমেটিক স্পাউসেস শো’। যেখানে তুলে ধরা হয় বাংলাদেশে নিযুক্ত রাষ্ট্রদূত,বিদেশে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত, কনসাল জেনারেল, অনারারি কনসাল ও তাদের পরিবারের দৈনন্দিন কর্মকাণ্ড, সাফল্য এবং অর্জন ইত্যাদি।
ইস্পাহানীর সৌজন্যে নেক্সাস টেলিভিশনে এই অনুষ্ঠানটি প্রচারিত হবে প্রতি শুক্রবার সন্ধ্যা ৭ টা ৩০ মিনিটে। যেখানে সহযোগিতায় রয়েছে কাই এল টেক গ্রুপ এবং অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন মোহাম্মদ হাসান।