Dhaka 7:30 am, Wednesday, 19 March 2025

মেসির পর এবার দি মারিয়াকে হত্যার হুমকি

লিওনেল মেসির শহর রোজারিও’তেই জন্ম আর্জেন্টিনার ফুটবল সাফল্যের অন্যতম বড় কাণ্ডারি আনহেল ডি মারিয়ার। এবার সেই শহরেই হত্যার হুমকি পেয়েছেন বিশ্বকাপজয়ী এই উইঙ্গার। আর্জেন্টিনার স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, রোজারিওতে দি মারিয়া ফিরলে তার পরিবারের সদস্যদের হত্যার হুমকি দিয়েছে অজ্ঞাত দুর্বৃত্তরা। বর্তমানে পর্তুগিজ ক্লাব বেনফিকায় খেলছেন আর্জেন্টাইন এই ফুটবলার। তবে গত সপ্তাহে দি মারিয়া জানিয়েছিলেন, ছেলেবেলার ক্লাব রোজারিও সেন্ট্রালে খেলেই ক্যারিয়ারের ইতি টানতে চান তিনি। এবার ওই ঘোষণার পরই হত্যার হুমকি পেলেন তিনি।

আরো পড়ুন:মেসিহীন মায়ামিকে জেতালেন সুয়ারেজ

সোমবার (২৫ মার্চ) ভোরে তার বাড়িতে একটি ধূসর গাড়ি থেকে হুমকিসংবলিত কাগজ ছুঁড়ে ফেলে যায় অজ্ঞাতরা। সেই কাগজে ডি মারিয়ার পরিবারের উদ্দেশে লেখা ছিল, আর্জেন্টাইন তারকা যদি শহরে ফেরেন, তাহলে প্রাদেশিক গভর্নর ম্যাক্সিমিলিয়ানো পুয়ারোও ডি মারিয়াদের নিরাপদে রাখার নিশ্চয়তা দিতে পারবেন না। এদিকে সেই কাগজের বার্তা ও পুলিশের বরাত দিয়ে আর্জেন্টাইন নিউজ পোর্টাল ইনফোবে তাদের ওয়েবসাইটে তুলে ধরেছে, ‘তোমাদের ছেলে আনহেলকে বলো রোজারিওতে না ফিরতে। সে যদি ফেরে, তোমাদের পরিবারের যেকোনো একজন সদস্যকে আমরা খুন করব। পুয়ারোও তোমাদের বাঁচাতে পারবে না। আমরা শুধু কাগুজে বার্তাই ফেলে যাই না, আমরা বুলেট আর লাশও ফেলে যাই।’

আরো পড়ুন:ছেলের স্বপ্নের কথা ফাঁস করলেন সাইফ-কারিনা

এর আগে, গত বছর আকাশি-নীল শিবিরের বিশ্বকাপজয়ী অধিনায়ক মেসির স্ত্রী আন্তোনেলা রোকুজ্জোর পরিবারের সুপারমার্কেটে বন্দুক হামলা করেছিল অজ্ঞাত সন্ত্রাসীরা। সেখানে সেই সন্ত্রাসীরা ‘মেসি, আমরা তোমার জন্য অপেক্ষা করছি। (রোজারিওর মেয়র) পাবলো ইয়াভকিন নিজেই মাদক চোরাচালানকারী। সে তোমাকে বাঁচাতে পারবে না’ লেখা কাগজও ফেলে রেখে গিয়েছিল।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বিনামূল্যে ব্রেকিং নিউজ পেতে ok ক্লিক করুন OK .

মেসির পর এবার দি মারিয়াকে হত্যার হুমকি

Update Time : 01:33:02 pm, Tuesday, 26 March 2024

লিওনেল মেসির শহর রোজারিও’তেই জন্ম আর্জেন্টিনার ফুটবল সাফল্যের অন্যতম বড় কাণ্ডারি আনহেল ডি মারিয়ার। এবার সেই শহরেই হত্যার হুমকি পেয়েছেন বিশ্বকাপজয়ী এই উইঙ্গার। আর্জেন্টিনার স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, রোজারিওতে দি মারিয়া ফিরলে তার পরিবারের সদস্যদের হত্যার হুমকি দিয়েছে অজ্ঞাত দুর্বৃত্তরা। বর্তমানে পর্তুগিজ ক্লাব বেনফিকায় খেলছেন আর্জেন্টাইন এই ফুটবলার। তবে গত সপ্তাহে দি মারিয়া জানিয়েছিলেন, ছেলেবেলার ক্লাব রোজারিও সেন্ট্রালে খেলেই ক্যারিয়ারের ইতি টানতে চান তিনি। এবার ওই ঘোষণার পরই হত্যার হুমকি পেলেন তিনি।

আরো পড়ুন:মেসিহীন মায়ামিকে জেতালেন সুয়ারেজ

সোমবার (২৫ মার্চ) ভোরে তার বাড়িতে একটি ধূসর গাড়ি থেকে হুমকিসংবলিত কাগজ ছুঁড়ে ফেলে যায় অজ্ঞাতরা। সেই কাগজে ডি মারিয়ার পরিবারের উদ্দেশে লেখা ছিল, আর্জেন্টাইন তারকা যদি শহরে ফেরেন, তাহলে প্রাদেশিক গভর্নর ম্যাক্সিমিলিয়ানো পুয়ারোও ডি মারিয়াদের নিরাপদে রাখার নিশ্চয়তা দিতে পারবেন না। এদিকে সেই কাগজের বার্তা ও পুলিশের বরাত দিয়ে আর্জেন্টাইন নিউজ পোর্টাল ইনফোবে তাদের ওয়েবসাইটে তুলে ধরেছে, ‘তোমাদের ছেলে আনহেলকে বলো রোজারিওতে না ফিরতে। সে যদি ফেরে, তোমাদের পরিবারের যেকোনো একজন সদস্যকে আমরা খুন করব। পুয়ারোও তোমাদের বাঁচাতে পারবে না। আমরা শুধু কাগুজে বার্তাই ফেলে যাই না, আমরা বুলেট আর লাশও ফেলে যাই।’

আরো পড়ুন:ছেলের স্বপ্নের কথা ফাঁস করলেন সাইফ-কারিনা

এর আগে, গত বছর আকাশি-নীল শিবিরের বিশ্বকাপজয়ী অধিনায়ক মেসির স্ত্রী আন্তোনেলা রোকুজ্জোর পরিবারের সুপারমার্কেটে বন্দুক হামলা করেছিল অজ্ঞাত সন্ত্রাসীরা। সেখানে সেই সন্ত্রাসীরা ‘মেসি, আমরা তোমার জন্য অপেক্ষা করছি। (রোজারিওর মেয়র) পাবলো ইয়াভকিন নিজেই মাদক চোরাচালানকারী। সে তোমাকে বাঁচাতে পারবে না’ লেখা কাগজও ফেলে রেখে গিয়েছিল।