
রাজধানীর ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের সামনে প্রথমবারের মতো স্থাপন করা হলো আধুনিক ডিজিটাল সাইনবোর্ড। কলেজ প্রতিষ্ঠার ৭৫ বছরের ইতিহাসে এই প্রথম এমন সাইনবোর্ড স্থাপিত হলো, যা শুধু প্রতিষ্ঠানটির পরিচিতিই বহন করছে না, বরং ক্যাম্পাসের সৌন্দর্য ও আধুনিকতার নতুন মাত্রাও যোগ করেছে।
কলেজটি পুরান ঢাকার বাহাদুর শাহ পার্ক মোড় থেকে পূর্বদিকে লক্ষ্মীবাজার রোডের শেষ মাথায়, মূল সড়ক থেকে কিছুটা ভেতরে অবস্থিত। দীর্ঘদিন যাবৎ কলেজের পূর্ববর্তী সাইনবোর্ডটি ছিল বিবর্ণ, অযত্নে পড়ে থাকা, এবং স্পষ্টভাবে কলেজের নাম বোঝার উপযোগী ছিল না। ফলে ভর্তি পরীক্ষার্থীদের বা নতুন শিক্ষার্থীদের কলেজটি খুঁজে পেতে দুশ্চিন্তায় পড়তে হতো।
নতুন এই ডিজিটাল সাইনবোর্ডে কলেজের নাম, ঠিকানা ও প্রতিষ্ঠাকাল উল্লেখ করা হয়েছে। সন্ধ্যার পর রঙিন আলোর ঝলকানিতে এটি হয়ে ওঠে আরও দৃশ্যমান ও আকর্ষণীয়।
এ বিষয়ে কলেজের অধ্যক্ষ ড. কাকলী মুখোপাধ্যায় বলেন, “আমি যেদিন প্রথম এই কলেজে আসি, সেদিনই দেখি সাইনবোর্ডটি ভাঙা ও বিবর্ণ। শুনলাম, শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবি ছিল এটি পরিবর্তনের। তখনই সিদ্ধান্ত নিই, এটি সংস্কার নয়— সম্পূর্ণ নতুন ডিজিটাল বোর্ড স্থাপন করব। অবশেষে সেটিই বাস্তবায়ন করতে পেরেছি।”