
দীর্ঘদিন ধরে আটকে রয়েছে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের ছয় লেনে উন্নীতকরণের শেষ পর্যায়ের কাজ। আরও প্রায় এক বছর পূর্বে সড়কটির সাইনবোর্ড থেকে চাঁদমারী পর্যন্ত অংশের নির্মাণকাজ শেষ হয়েছে। কিন্তু চাঁদমারী থেকে চাষাঢ়া পর্যন্ত প্রায় এক কিলোমিটার সড়কের কাজ এখন পর্যন্ত শেষ না হওয়ায় যাত্রীদের ভোগান্তির শিকার হতে হচ্ছে। নারায়ণগঞ্জ শহরের সারাদিন যানজট লেগে থাকার অন্যতম প্রধান কারণ পরিণত হয়েছে এ রাস্তা।
পাশাপাশি রাস্তাজুড়ে রয়েছে বড় বড় খানাখন্দ। ফলে যানবাহনগুলোকে হেলে দুলে চলাচল করতে হচ্ছে। অনেক সময় বড় ধরনের দুর্ঘটনারও মুখোমুখি হতে হয়। আর এসব বিষয়ে দেখার যেন কেউ নেই। জেলার সড়ক ও জনপথ অধিদপ্তর (সওজ) সূত্রে জানা যায়, চাষাঢ়া থেকে সাইনবোর্ড পর্যন্ত সড়কটির দৈর্ঘ্য ৮.১৫ কিলোমিটার। এটি ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়ক (লিংক রোড) নামেও পরিচিত। সড়কটি নারায়ণগঞ্জ জেলা শহরকে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কের সঙ্গে সংযুক্ত করেছে।
এখন পর্যন্ত কাজ শেষ হয়নি। বিশেষ করে গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকারের পর এ কাজটি একেবারেই থেমে রয়েছে। কবে নাগাদ শুরু হতে পারে তারও কোনো নিশ্চয়তা নেই। আর এই কাজ শেষ না হওয়ার চরম ভোগান্তি পোহাতে হচ্ছে নারায়ণগঞ্জ শহরবাসীকে। যদিও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বরাবরই আশার বাণী শুনিয়ে আসছেন।