Dhaka 8:05 pm, Monday, 17 March 2025

সিরাজগঞ্জে সাড়ে ৩ টন টিসিবির চালসহ আটক ২

আটক ২

সিরাজগঞ্জের শাহজাদপুর থেকে ট্রাকে পাচারকালে সাড়ে তিন টন টিসিবির চালসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। জব্দ হওয়া চালের পরিমাণ প্রায় সাড়ে তিন টন। রোববার (১৬ মার্চ) শাহজাদপুর পৌর এলাকায় দায়িত্বরত টহল পুলিশ ট্রাক ও চাল জব্দসহ দুজনকে আটক করে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।গ্রেপ্তারকৃতরা হলেন, কামারখন্দ উপজেলার কামারখন্দ হাটখোলা গ্রামের মৃত সাজু সরকারের ছেলে আব্দুর রহমান এবং একই উপজেলার আলোকদিয়ার পশ্চিম পাড়ার আব্দুল শিকদারের ছেলে শিপন শিকাদার।

ট্রাকে থাকা আব্দুর রহমান ও শিপন শিকাদারকে জিজ্ঞাসাবাদ করলে তারা বলেন, কালোবাজারে বিক্রির জন্য ট্রাকযোগে ৩ হাজার ৪৫৮ কেজি টিসিবির চাল শাহজাদপুরের চর কৈজুরি থেকে আনা হয়েছে।

শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম আলী বলেন, রোববার এসআই আনিছুর রহমানের নেতৃত্বে একটি টিম পৌর এলাকায় টহল দিচ্ছিল। মিনি ট্রাককে সন্দেহ হওয়ায় পুলিশ থামানোর জন্য সিগন্যাল দেয়। কিন্তু সিগনাল অতিক্রম করে দ্রুত ট্রাকটি বেরিয়ে যেতে নিলে এলাকাবাসীর সহযোগিতায় পুলিশ ট্রাকটি আটক করে। তিনি আরও বলেন, এ ঘটনায় এসআই আনিছুর রহমান বাদী হয়ে ওই দুই আসামিসহ অজ্ঞাতপরিচয় আসামিদের নামে মামলা দায়ের করেছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বিনামূল্যে ব্রেকিং নিউজ পেতে ok ক্লিক করুন OK .

সিরাজগঞ্জে সাড়ে ৩ টন টিসিবির চালসহ আটক ২

Update Time : 02:09:04 pm, Monday, 17 March 2025

সিরাজগঞ্জের শাহজাদপুর থেকে ট্রাকে পাচারকালে সাড়ে তিন টন টিসিবির চালসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। জব্দ হওয়া চালের পরিমাণ প্রায় সাড়ে তিন টন। রোববার (১৬ মার্চ) শাহজাদপুর পৌর এলাকায় দায়িত্বরত টহল পুলিশ ট্রাক ও চাল জব্দসহ দুজনকে আটক করে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।গ্রেপ্তারকৃতরা হলেন, কামারখন্দ উপজেলার কামারখন্দ হাটখোলা গ্রামের মৃত সাজু সরকারের ছেলে আব্দুর রহমান এবং একই উপজেলার আলোকদিয়ার পশ্চিম পাড়ার আব্দুল শিকদারের ছেলে শিপন শিকাদার।

ট্রাকে থাকা আব্দুর রহমান ও শিপন শিকাদারকে জিজ্ঞাসাবাদ করলে তারা বলেন, কালোবাজারে বিক্রির জন্য ট্রাকযোগে ৩ হাজার ৪৫৮ কেজি টিসিবির চাল শাহজাদপুরের চর কৈজুরি থেকে আনা হয়েছে।

শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম আলী বলেন, রোববার এসআই আনিছুর রহমানের নেতৃত্বে একটি টিম পৌর এলাকায় টহল দিচ্ছিল। মিনি ট্রাককে সন্দেহ হওয়ায় পুলিশ থামানোর জন্য সিগন্যাল দেয়। কিন্তু সিগনাল অতিক্রম করে দ্রুত ট্রাকটি বেরিয়ে যেতে নিলে এলাকাবাসীর সহযোগিতায় পুলিশ ট্রাকটি আটক করে। তিনি আরও বলেন, এ ঘটনায় এসআই আনিছুর রহমান বাদী হয়ে ওই দুই আসামিসহ অজ্ঞাতপরিচয় আসামিদের নামে মামলা দায়ের করেছেন।