
বৃহস্পতিবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় নতুন করে ছয়জন ডেঙ্গু রোগীর খবর পাওয়া গেছে, যার ফলে এ বছর মোট আক্রান্তের সংখ্যা ১,৪৬৪ জনে দাঁড়িয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের (ডিজিএইচএস) তথ্য অনুযায়ী, নতুন আক্রান্তের সংখ্যা নিম্নরূপ: ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে একজন, ঢাকা বিভাগে দুজন এবং বরিশাল বিভাগে তিনজন।
স্বাস্থ্য অধিদপ্তর আরও জানিয়েছে, মৃত্যুর সংখ্যা ১৩ জন, এই সময়ের মধ্যে নতুন কোনও মৃত্যুর খবর পাওয়া যায়নি। বর্তমানে সারা দেশের হাসপাতালে ৮৬ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিচ্ছেন।