
কোটা সংস্কার আন্দোলন চলাকালে শিক্ষার্থীদের ওপর হামলার বিচারসহ ৯ দফা দাবিতে কিশোরগঞ্জ শহরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। মঙ্গলবার (৩০ জুলাই) বেলা ১২টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে এসব কর্মসূচি পালন করা হয়।
এদিন কিশোরগঞ্জ রেলস্টেশন থেকে মাথায় লাল ফিতা বেঁধে বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। পরে শিক্ষার্থী ইকরাম হোসেন ও এনামুল হক নাইমের নেতৃত্বে মিছিল নিয়ে পুরান থানা এলাকার ইসলামিয়া মার্কেটের সামনের সড়ক অবরোধ করা হয়।
এ সময় পুলিশ সদস্যরা এসে জড়ো হতে থাকলে কর্মসূচি শেষ করে চলে যায় আন্দোলনরত শিক্ষার্থীরা।
আরো পড়ুন: কোটাবিরোধীদের আন্দোলন থামানো উচিত : স্বরাষ্ট্রমন্ত্রী