
পাকিস্তানের আকাশসীমায় অনুপ্রেবশকারী ইসরাইলের তৈরি ২৫টি ভারতীয় ড্রোন আটক করে সেগুলো ধ্বংস করে দেওয়ার দাবি করেছে পাকিস্তান। ড্রোনগুলো ধ্বংস করার সময় অন্তত ৩ জন প্রাণ হারিয়েছেন, চারজন সৈন্যসহ সাতজন আহত হয়েছেন বলে জানানো হয়েছে পাকিস্তানের অন্যতম গণমাধ্যম ডনের খবরে।সেনাবাহিনীর মতে, যেসব স্থানে এই ড্রোনগুলো নিষ্ক্রিয় করা হয়েছে তার মধ্যে রয়েছে লাহোর, অ্যাটক, গুজরানওয়ালা, চকওয়াল।
রাওয়ালপিন্ডি এবং পাঞ্জাবের বাহাওয়ালপুর, পাশাপাশি সিন্ধুর সুক্কুর, উমেরকোট এবং করাচি।সেনাবাহিনীর মুখপাত্র বলেছেন, ‘একটি ড্রোন লাহোরের কাছে একটি সামরিক লক্ষ্যবস্তুতে আংশিকভাবে আঘাত করতে সক্ষম হয়েছে। লাহোরের কাছে এই হামলায় পাকিস্তান সেনাবাহিনীর চারজন সদস্য আহত হয়েছেন এবং একটি সরঞ্জামের আংশিক ক্ষতি হয়েছে।এবং নিরাপত্তা বাহিনী তাদের বাধা দেওয়ার পরপরই আরেকটি বুরকিতে বিধ্বস্ত হয়েছে।
একজন প্রত্যক্ষদর্শীর মতে, তারা পুরাতন ওয়ালটন বিমানবন্দর এলাকায় একাধিক বিস্ফোরণের শব্দ শুনেছেন, যার ফলে স্থানীয়দের মধ্যে ব্যাপক বিভ্রান্তি দেখা দিয়েছে।রাওয়ালপিন্ডিতে, মুরি রোডের পিন্ডি ক্রিকেট স্টেডিয়ামের কাছে একটি ড্রোন বিধ্বস্ত হওয়ার পর একজন লাহোরের বাসিন্দা প্রাণ হারিয়েছেন এবং দুজন আহত হয়েছেন।একজন পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, স্টেডিয়ামের ফুড স্ট্রিট সম্পূর্ণ খোলা ছিল না এবং আশেপাশে খুব বেশি লোক ছিল না; অন্যথায়, আরও বেশি হতাহতের ঘটনা ঘটতে পারত।