
আওয়ামী লীগকে নিষিদ্ধ ও দলটির নিবন্ধন বাতিলের দাবিতে জাতীয় সচিবালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন কিছু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। আজ সোমবার (২১ এপ্রিল) বেলা ২টার পর তাঁরা সচিবালয়ের প্রধান ফটকের সামনে জড়ো হন এবং আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনগুলোর “সব অপকর্মের” বিচার দাবি করেন।
শিক্ষার্থীদের অভিযোগ, আওয়ামী লীগ বিগত ১৫ বছরে পিলখানা হত্যাকাণ্ড, শাপলা চত্বরে গণহত্যা ও জুলাই মাসে সংঘটিত নানা হত্যাকাণ্ডের মতো “গুরুতর অপরাধে” জড়িত। এসব ঘটনার বিচারের দাবিতেই তাঁরা এই কর্মসূচি শুরু করেছেন।
তবে সচিবালয় এলাকায় ১৪৪ ধারা বলবৎ থাকায়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাঁদের মূল ফটক থেকে সরে যাওয়ার অনুরোধ জানায়। পরে শিক্ষার্থীরা রাস্তার বিপরীত পাশে ওসমানী স্মৃতি মিলনায়তনের সামনে অবস্থান নেন এবং সেখানে বিভিন্ন স্লোগান দিতে থাকেন।
অবস্থান কর্মসূচি থেকে শিক্ষার্থীদের পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল আইন উপদেষ্টার কাছে স্মারকলিপি দিতে সচিবালয়ে প্রবেশ করেন। প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থী মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ। সঙ্গে ছিলেন সাদিক আল আরমান, রাফিদ এম ভুইয়া, সালেহ মাহমুদ রায়হান ও মাসুদ রানা।