
জুলাই মাসে গাজীপুরে সংঘটিত গণ–অভ্যুত্থানে নিহত ছয়জনের ঘটনায় দায়েরকৃত তিনটি হত্যা মামলায় সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনি, সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলামসহ ছয়জনকে আজ গাজীপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। শুনানি শেষে বিচারক ওমর হায়দার তাদের গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
সকালে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে দীপু মনি, সাধন চন্দ্র মজুমদার ও জুনায়েদ আহমেদ এবং কেরানীগঞ্জ কারাগার থেকে কামরুল ইসলাম, জিয়াউল আহসান ও নজরুল ইসলামকে দুইটি প্রিজন ভ্যানে করে আদালতে আনা হয়। শুনানি শেষে সবাইকে আবার কারাগারে পাঠানো হয়।
আসামিদের আদালতে হাজির করার সময় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতা-কর্মীরা আদালত প্রাঙ্গণে ফাঁসির দাবিতে স্লোগান দেন। বেলা সাড়ে ১১টার দিকে এই প্রতিবাদের সময় আসামিদের উদ্দেশে ডিম নিক্ষেপের ঘটনাও ঘটে। পরিস্থিতি কিছু সময়ের জন্য উত্তপ্ত হয়ে ওঠে।
আদালত পুলিশের পরিদর্শক আহসান উল্লাহ চৌধুরী সাংবাদিকদের বলেন, “আমি আদালতের এজলাসে ছিলাম, ডিম নিক্ষেপের বিষয়টি নিশ্চিত করে বলতে পারছি না। তবে আইনজীবীদের বিভিন্ন ধরনের স্লোগান দেওয়ার শব্দ শুনেছি।”
গাছা থানার উপপরিদর্শক (এসআই) সাখাওয়াত হোসেন জানিয়েছেন, মামলার ধারাবাহিকতায় আসামিদের যথাযথভাবে আদালতে হাজির করে ফের কারাগারে পাঠানো হয়েছে। এই ঘটনার জেরে আদালত চত্বরে যেভাবে প্রতিবাদ ও উত্তেজনা সৃষ্টি হয়েছে, তা আইনশৃঙ্খলা বাহিনীর জন্য নতুন করে সতর্কবার্তা হিসেবে বিবেচিত হচ্ছে। আদালতের নিরাপত্তা জোরদার করা হয়েছে বলেও জানা গেছে।