Dhaka 4:46 am, Friday, 23 May 2025

আওয়ামী লীগের নিবন্ধন নিয়ে সিদ্ধান্ত গেজেটের পরই: সিইসি

প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন।

অন্তর্বর্তী সরকারের গেজেট প্রকাশের পরই আওয়ামী লীগের নিবন্ধন বাতিল সংক্রান্ত বিষয়ে নির্বাচন কমিশন সিদ্ধান্ত গ্রহণ করবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।রোববার (১১ মে) দুপুরে নির্বাচন ভবনে সাংবাদিকদের তিনি বলেন, ‘গেজেট প্রকাশ হলে আমরা কমিশনে আলোচনা করব। আলোচনা শেষে সিদ্ধান্ত নেয়া হবে। আমাদের সিদ্ধান্ত হবে দেশের বর্তমান বাস্তবতা ও সংবিধানিক স্পিরিট বিবেচনায় রেখেই।’সিইসি আরও বলেন, ‘যদি সোমবার গেজেট প্রকাশ হয়, তাহলে কমিশন বসে সিদ্ধান্ত নিতে পারে। সব নির্ভর করছে সরকারি গেজেটের ওপর।’উল্লেখ্য, গত ৭ মে মধ্যরাতে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ গোপনে থাইল্যান্ডে পাড়ি জমান। এরপরই নতুন রাজনৈতিক কর্মসূচি নিয়ে মাঠে নামে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

গত দুই দিন ধরে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে ছাত্র ও জনতা লাগাতার বিক্ষোভ করে আসছে।এরই ধারাবাহিকতায় শনিবার রাতে অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল এক সংবাদ সম্মেলনে জানান, ‘গণদাবির পরিপ্রেক্ষিতে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এখন সব নজর নির্বাচন কমিশনের দিকে-গেজেট প্রকাশের পর আওয়ামী লীগের রাজনৈতিক নিবন্ধন বাতিলের বিষয়টি কীভাবে চূড়ান্ত করে সাংবিধানিক প্রতিষ্ঠানটি।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বিনামূল্যে ব্রেকিং নিউজ পেতে ok ক্লিক করুন OK .

আওয়ামী লীগের নিবন্ধন নিয়ে সিদ্ধান্ত গেজেটের পরই: সিইসি

Update Time : 01:07:30 pm, Sunday, 11 May 2025

অন্তর্বর্তী সরকারের গেজেট প্রকাশের পরই আওয়ামী লীগের নিবন্ধন বাতিল সংক্রান্ত বিষয়ে নির্বাচন কমিশন সিদ্ধান্ত গ্রহণ করবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।রোববার (১১ মে) দুপুরে নির্বাচন ভবনে সাংবাদিকদের তিনি বলেন, ‘গেজেট প্রকাশ হলে আমরা কমিশনে আলোচনা করব। আলোচনা শেষে সিদ্ধান্ত নেয়া হবে। আমাদের সিদ্ধান্ত হবে দেশের বর্তমান বাস্তবতা ও সংবিধানিক স্পিরিট বিবেচনায় রেখেই।’সিইসি আরও বলেন, ‘যদি সোমবার গেজেট প্রকাশ হয়, তাহলে কমিশন বসে সিদ্ধান্ত নিতে পারে। সব নির্ভর করছে সরকারি গেজেটের ওপর।’উল্লেখ্য, গত ৭ মে মধ্যরাতে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ গোপনে থাইল্যান্ডে পাড়ি জমান। এরপরই নতুন রাজনৈতিক কর্মসূচি নিয়ে মাঠে নামে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

গত দুই দিন ধরে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে ছাত্র ও জনতা লাগাতার বিক্ষোভ করে আসছে।এরই ধারাবাহিকতায় শনিবার রাতে অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল এক সংবাদ সম্মেলনে জানান, ‘গণদাবির পরিপ্রেক্ষিতে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এখন সব নজর নির্বাচন কমিশনের দিকে-গেজেট প্রকাশের পর আওয়ামী লীগের রাজনৈতিক নিবন্ধন বাতিলের বিষয়টি কীভাবে চূড়ান্ত করে সাংবিধানিক প্রতিষ্ঠানটি।