
ঝিনাইদহের শৈলকুপায় মদপানে নয়ন দাস (৩৫) নামের এক নরসুন্দরের মৃত্যু হয়েছো। মঙ্গলবার (১৩ মে) রাত ১১টার দিকে উপজেলার গাড়াগঞ্জ এলাকার চন্ডিপুর গ্রামে এ ঘটনা ঘটে।মৃত নয়ন ওই গ্রামের রবি দাসের ছেলে ও পেশায় নরসুন্দরের কাজ করতেন।স্ত্রী দিপা দাস জানান, গত সোমবার (১২ মে) রাতে আমার স্বামী মদ পান করে বাড়িতে এসে অতিরিক্ত বমি করেন। সে সময় অসুস্থ হয়ে পড়েন তিনি। প্রতিবেশীরা তাকে নিয়ে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করেন। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাতে মারা যান।
ঝিনাইদহ সদর হাসপাতালে মেডিকেল অফিসার ডা. রাজিয়া সুলতানা জানান, তিনি (নয়ন) নিয়মিত মদপান করার কারণে তার লিভার জটিলতা সমস্যা হয়ে যায়। সে কারণেই তার মৃত্যু হয়েছে।
শৈলকুপা থানার ওসি মাসুম খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।