Dhaka 10:55 pm, Monday, 28 April 2025

সড়ক তো নয়, যেন মৃত্যুর ফাঁদ

বছরের পর বছর সংস্কারের অপেক্ষায়

মৌলভীবাজারের কমলগঞ্জ থেকে ইসলামপুর পর্যন্ত প্রায় ৩০ কিলোমিটার দীর্ঘ সড়কটির অবস্থা এতটাই করুণ যে, এটি যেন মৃত্যুফাঁদে রূপ নিয়েছে। খানাখন্দে ভরা এই সড়কে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। ভাঙা রাস্তা, উঁচু-নিচু গর্ত, পানি জমে থাকা – সব মিলিয়ে সাধারণ মানুষ, যানবাহন চালক ও যাত্রীরা পড়েছেন চরম ভোগান্তিতে।

একটু বৃষ্টি হলেই গর্তে পানি জমে গিয়ে রাস্তাটি আরও ভয়ঙ্কর হয়ে ওঠে। স্থানীয় বাসিন্দারা জানান, রাস্তায় প্রতিদিনই উল্টে যাচ্ছে যানবাহন, আহত হচ্ছেন যাত্রীরা। গর্ভবতী নারী ও অসুস্থ রোগীদের নিয়ে হাসপাতালে যাওয়া কার্যত অসম্ভব হয়ে পড়েছে।কমলগঞ্জ উপজেলার আদমপুর, ইসলামপুর, মাধবপুর, সদর ইউনিয়নের কয়েক হাজার মানুষ দীর্ঘ ১৫ বছর ধরে এই দুর্ভোগ পোহাচ্ছেন।স্থানীয় ব্যবসায়ী সাইদুল মিয়া ক্ষোভ প্রকাশ করে বলেন, “আর ছবি তুলে কোনো লাভ নেই। কেউ আসে, দেখে যায়, কিন্তু রাস্তা ঠিক হয় না।

এই সড়ক দিয়ে পর্যটকরা হামহাম জলপ্রপাত, মনিপুরী কমিউনিটি বেইজ ট্যুরিজম, রাসপূর্ণিমার মতো ঐতিহ্যবাহী গন্তব্যে যান। আবার কৃষিপণ্য পরিবহনের ক্ষেত্রেও এই সড়কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে টমেটো চাষিরা এই পথে মালবাহী ট্রাকের মাধ্যমে পণ্য পাঠান মৌলভীবাজার ও সিলেট শহরে। কিন্তু রাস্তায় ঘটছে দুর্ঘটনা, নষ্ট হচ্ছে কৃষকের ফসল।

একটি জনগুরুত্বপূর্ণ সড়ক বছরের পর বছর সংস্কারের অপেক্ষায় পড়ে আছে। অথচ এটি ঠিক করা গেলে শুধু সাধারণ মানুষের যাতায়াত নয়, কৃষি ও পর্যটন খাতেও বড় ধরনের উন্নতি সম্ভব।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপডেট সংবাদ
বিনামূল্যে ব্রেকিং নিউজ পেতে ok ক্লিক করুন OK .

সড়ক তো নয়, যেন মৃত্যুর ফাঁদ

Update Time : 03:52:24 pm, Sunday, 13 April 2025

মৌলভীবাজারের কমলগঞ্জ থেকে ইসলামপুর পর্যন্ত প্রায় ৩০ কিলোমিটার দীর্ঘ সড়কটির অবস্থা এতটাই করুণ যে, এটি যেন মৃত্যুফাঁদে রূপ নিয়েছে। খানাখন্দে ভরা এই সড়কে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। ভাঙা রাস্তা, উঁচু-নিচু গর্ত, পানি জমে থাকা – সব মিলিয়ে সাধারণ মানুষ, যানবাহন চালক ও যাত্রীরা পড়েছেন চরম ভোগান্তিতে।

একটু বৃষ্টি হলেই গর্তে পানি জমে গিয়ে রাস্তাটি আরও ভয়ঙ্কর হয়ে ওঠে। স্থানীয় বাসিন্দারা জানান, রাস্তায় প্রতিদিনই উল্টে যাচ্ছে যানবাহন, আহত হচ্ছেন যাত্রীরা। গর্ভবতী নারী ও অসুস্থ রোগীদের নিয়ে হাসপাতালে যাওয়া কার্যত অসম্ভব হয়ে পড়েছে।কমলগঞ্জ উপজেলার আদমপুর, ইসলামপুর, মাধবপুর, সদর ইউনিয়নের কয়েক হাজার মানুষ দীর্ঘ ১৫ বছর ধরে এই দুর্ভোগ পোহাচ্ছেন।স্থানীয় ব্যবসায়ী সাইদুল মিয়া ক্ষোভ প্রকাশ করে বলেন, “আর ছবি তুলে কোনো লাভ নেই। কেউ আসে, দেখে যায়, কিন্তু রাস্তা ঠিক হয় না।

এই সড়ক দিয়ে পর্যটকরা হামহাম জলপ্রপাত, মনিপুরী কমিউনিটি বেইজ ট্যুরিজম, রাসপূর্ণিমার মতো ঐতিহ্যবাহী গন্তব্যে যান। আবার কৃষিপণ্য পরিবহনের ক্ষেত্রেও এই সড়কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে টমেটো চাষিরা এই পথে মালবাহী ট্রাকের মাধ্যমে পণ্য পাঠান মৌলভীবাজার ও সিলেট শহরে। কিন্তু রাস্তায় ঘটছে দুর্ঘটনা, নষ্ট হচ্ছে কৃষকের ফসল।

একটি জনগুরুত্বপূর্ণ সড়ক বছরের পর বছর সংস্কারের অপেক্ষায় পড়ে আছে। অথচ এটি ঠিক করা গেলে শুধু সাধারণ মানুষের যাতায়াত নয়, কৃষি ও পর্যটন খাতেও বড় ধরনের উন্নতি সম্ভব।