Dhaka 9:27 am, Thursday, 1 May 2025

নরসিংদীর কারাগারে সাজাপ্রাপ্ত কয়েদির মৃত্যু

জেলার মানচিত্র।

নরসিংদীর কারাগারে সাজাপ্রাপ্ত এক কয়েদির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৯ এপ্রিল) রাতে তার মৃত্যু হয়। নিহত কয়েদির নাম রোকন মিয়া (৩২)। তিনি সদর উপজেলা নজরপুর ইউনিয়নের দিলারপুর গ্রামের মৃত মোহাম্মদ আলী ছেলে।

এদিকে নিরাপত্তাসেলে কয়েদির মৃত্যু হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন নিহতের পরিবার। তাদের অভিযোগ রোকন অসুস্থ হওয়ার পর তাকে সঠিক চিকিৎসা দেয়া হয়নি। এমনকি অসুস্থ হওয়ার বিষয়ে পরিবারের কাউকে জানানো হয়নি। চিকিৎসা দেয়ার ক্ষেত্রে কারাকর্তৃপক্ষের গাফিলতি রয়েছে। নিহতের ভাই তানভির ভূঁইয়া বলেন, আমার ভাইয়ের শারীরিক কোন সমস্যা ছিল না। ভাই অসুস্থ সেটা জেলা কারাগারের পক্ষ থেকে আমাদের জানানো হয়নি। বুধবার সকাল ১০টায় আমরা তার মৃত্যুর খবর জানতে পাই।

তিনি আরও বলেন, ভাই অসুস্থ বিষয়টি আমরা জানতে পাড়লে আমরা উন্নত চিকিৎসার ব্যবস্থা করতাম। কিন্তু কারাগার থেকে আমাদের জানানো হয়নি। তাই আমাদের ধারনা আমার ভাইয়ের চিকিৎসার ব্যাপারে কারা কর্তৃপক্ষের গাফিলতি ছিল। তারা সঠিক চিকিৎসা দেয়নি। তাই তার মৃত্যু হয়েছে। এমন প্রতিক্রিয় ব্যক্ত করেছেন তার অপর ভাই সোলাইমান মৃধা।

নরসিংদী কারাগারের জেল সুপার মো. শামীম জানান, মাদক মামলার আসামি হিসেবে রোকন মিয়া নরসিংদী কারাগারে ছিলেন। মঙ্গলবার বিকেলে কয়েদি রোকন মিয়া হঠাৎ অসুস্থ হয়ে পরে। এ সময় তাকে কারা হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। রাত সাড়ে ৮টার দিকে পুনরায় অসুস্থ হয়ে পড়ে। পরে তাকে নরসিংদী জেলা ১০০ শয্যা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে নেয়ার পর কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। তিনি আরও বলেন, রোকন শারীরিকভাবে আগে থেকেই অসুস্থ ছিল। তাকে বাঁচানোর জন্য কারাকর্তৃপক্ষ সব রকমের চেষ্টা করেছে। তাকে তাৎক্ষনিক চিকিৎসা সেবা দেয়া হয়েছে। তার চিকিৎসা ক্ষেত্রে কারাকর্তৃপক্ষের কোনো প্রকার গাফলতি নেই। বুধবার নিহত রোকনের লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

 

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপডেট সংবাদ
বিনামূল্যে ব্রেকিং নিউজ পেতে ok ক্লিক করুন OK .

নরসিংদীর কারাগারে সাজাপ্রাপ্ত কয়েদির মৃত্যু

Update Time : 05:07:03 pm, Wednesday, 30 April 2025

নরসিংদীর কারাগারে সাজাপ্রাপ্ত এক কয়েদির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৯ এপ্রিল) রাতে তার মৃত্যু হয়। নিহত কয়েদির নাম রোকন মিয়া (৩২)। তিনি সদর উপজেলা নজরপুর ইউনিয়নের দিলারপুর গ্রামের মৃত মোহাম্মদ আলী ছেলে।

এদিকে নিরাপত্তাসেলে কয়েদির মৃত্যু হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন নিহতের পরিবার। তাদের অভিযোগ রোকন অসুস্থ হওয়ার পর তাকে সঠিক চিকিৎসা দেয়া হয়নি। এমনকি অসুস্থ হওয়ার বিষয়ে পরিবারের কাউকে জানানো হয়নি। চিকিৎসা দেয়ার ক্ষেত্রে কারাকর্তৃপক্ষের গাফিলতি রয়েছে। নিহতের ভাই তানভির ভূঁইয়া বলেন, আমার ভাইয়ের শারীরিক কোন সমস্যা ছিল না। ভাই অসুস্থ সেটা জেলা কারাগারের পক্ষ থেকে আমাদের জানানো হয়নি। বুধবার সকাল ১০টায় আমরা তার মৃত্যুর খবর জানতে পাই।

তিনি আরও বলেন, ভাই অসুস্থ বিষয়টি আমরা জানতে পাড়লে আমরা উন্নত চিকিৎসার ব্যবস্থা করতাম। কিন্তু কারাগার থেকে আমাদের জানানো হয়নি। তাই আমাদের ধারনা আমার ভাইয়ের চিকিৎসার ব্যাপারে কারা কর্তৃপক্ষের গাফিলতি ছিল। তারা সঠিক চিকিৎসা দেয়নি। তাই তার মৃত্যু হয়েছে। এমন প্রতিক্রিয় ব্যক্ত করেছেন তার অপর ভাই সোলাইমান মৃধা।

নরসিংদী কারাগারের জেল সুপার মো. শামীম জানান, মাদক মামলার আসামি হিসেবে রোকন মিয়া নরসিংদী কারাগারে ছিলেন। মঙ্গলবার বিকেলে কয়েদি রোকন মিয়া হঠাৎ অসুস্থ হয়ে পরে। এ সময় তাকে কারা হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। রাত সাড়ে ৮টার দিকে পুনরায় অসুস্থ হয়ে পড়ে। পরে তাকে নরসিংদী জেলা ১০০ শয্যা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে নেয়ার পর কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। তিনি আরও বলেন, রোকন শারীরিকভাবে আগে থেকেই অসুস্থ ছিল। তাকে বাঁচানোর জন্য কারাকর্তৃপক্ষ সব রকমের চেষ্টা করেছে। তাকে তাৎক্ষনিক চিকিৎসা সেবা দেয়া হয়েছে। তার চিকিৎসা ক্ষেত্রে কারাকর্তৃপক্ষের কোনো প্রকার গাফলতি নেই। বুধবার নিহত রোকনের লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।