
শীতের সকালে বাড়ির ছাদে রোদে বসে পড়াশোনা করছিল মাধ্যমিক স্কুলের দশম শ্রেণির এক ছাত্রী। এ সময় এক দল বানর এসে তাকে ধাক্কা মেরে ছাদ থেকে ফেলে দেয়। এতে মাথায় চোট পায় ওই কিশোরী। তাৎক্ষণিক হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শনিবার ঘটনাটি ঘটেছে ভারতের বিহার রাজ্যের সিওয়ান জেলার ভগবানপুর থানাধীন মাঘার গ্রামে। ওই কিশোরীর নাম প্রিয়া কুমার। সে গ্রামেরই একটি স্কুলে দশম শ্রেণিতে পড়ত। সামনে তার মাধ্যমিক পরীক্ষা।
গ্রামবাসীর অভিযোগ, গত কয়েক দিন ধরে এলাকায় বানরের উৎপাত বেড়েছে। বানরের উৎপাতে অতিষ্ঠ পথচারী মানুষও। জানলা দিয়ে বাড়িতে ঢুকে পড়া থেকে শুরু করে যখন তখন আক্রমণ করে বসে বানর।ভগবানপুর থানার এসএইচও সুজিত কুমার চৌধুরী জানিয়েছেন, ঘটনার খবর পেয়ে পুলিশ ওই গ্রামে যায়। কিন্তু কিশোরীর পরিবার ময়নাতদন্তে সম্মতি দেয়নি। থানায় কোনও অভিযোগও দায়ের করেনি।