
বরিশালের হিজলা উপজেলায় বজ্রপাতে ইয়ানুর বেগম (৩০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। একই ঘটনায় নদীতে মাছ ধরার সময় এক জেলে গুরুতর আহত হয়েছেন।
আজ রোববার দুপুরে উপজেলার গৌরাব্দি ইউনিয়নের চর কুশুরিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত ইয়ানুর বেগম মান্দ্রার চর কুশুরিয়া গ্রামের বাসিন্দা হাবিব মাঝির স্ত্রী। তিনি দুই সন্তানের জননী ছিলেন।
হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম আজাদ জানান, দুপুর দেড়টার দিকে আকস্মিক বজ্রপাত হলে ইয়ানুর বেগম আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে, একই সময় উপজেলার মেঘনা নদীতে মাছ ধরার সময় বজ্রপাতে গুরুতর আহত হন জেলে জাকির হোসেন (২৪)। তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে অবস্থার অবনতি হলে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। জাকির হোসেন উপজেলার বড় জালিয়া ইউনিয়নের খুন্না গোবিন্দপুর এলাকার খলিল হাওলাদারের ছেলে।