
সরকারি চাকরিজীবীদের জন্য আবারও মহার্ঘ ভাতা চালুর উদ্যোগ নিয়েছে সরকার। চলমান অর্থনৈতিক সংকটের কারণে শুরুতে পরিকল্পনা স্থগিত থাকলেও, এবার নতুন অর্থবছর সামনে রেখে বিষয়টি পুনরায় গুরুত্ব পাচ্ছে।
অর্থ ও জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, মহার্ঘ ভাতা চালুর লক্ষ্যে গঠিত সাত সদস্যের পর্যালোচনা কমিটি গ্রেডভিত্তিক ১০ থেকে ২০ শতাংশ ভাতা দেওয়ার সুপারিশ করেছে। ১১ থেকে ২০তম গ্রেডে সর্বোচ্চ ২০ শতাংশ এবং ১ম থেকে ১০ম গ্রেডে ১০ বা ১৫ শতাংশ হারে ভাতা দেওয়ার প্রস্তাব রয়েছে।
সরকারি হিসাব অনুযায়ী, দেশে বর্তমানে সাড়ে ১৪ লাখ সরকারি চাকরিজীবী রয়েছেন। তাদের জন্য ২০ শতাংশ হারে ভাতা কার্যকর হলে সরকারকে অতিরিক্ত প্রায় ৭ হাজার কোটি টাকা ব্যয় করতে হবে।
১ম থেকে ১০ম গ্রেডে ১০ শতাংশ হারে ভাতা দিলে অতিরিক্ত ব্যয় হবে ৬ হাজার কোটি টাকা, আর ১৫ শতাংশ দিলে তা বেড়ে দাঁড়াবে প্রায় ৬ হাজার ৫০০ কোটি টাকা।
তবে নতুন মহার্ঘ ভাতা কার্যকর হলে চাকরিজীবীরা আলাদা করে ৫ শতাংশ বার্ষিক ইনক্রিমেন্ট পাবেন না বলে জানানো হয়েছে। এটি একটি বিকল্প ব্যবস্থা হিসেবে কার্যকর হবে।
সূত্রমতে, আগামী সপ্তাহে অর্থ উপদেষ্টার নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের বৈঠকে এ বিষয়ে চূড়ান্ত আলোচনা হবে। ইতিমধ্যে অর্থ বিভাগ বৈঠকে উপস্থাপনের জন্য একটি খসড়া প্রস্তাব তৈরি করেছে।
উল্লেখ্য, চলতি অর্থবছরের মূল বাজেটে সরকারি কর্মকর্তা-কর্মচারীর বেতন-ভাতা খাতে বরাদ্দ ছিল ৮২ হাজার ৯৯০ কোটি টাকা, যা সংশোধিত বাজেটে বেড়ে হয়েছে ৮৪ হাজার কোটি টাকা।