
নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি তালা ঘর থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৮ জানুয়ারি) বিকেলে সদর উপজেলার ফতুল্লা থানার এনায়েতনগর ইউনিয়নের শিসমহল আমতলা এলাকায় স্বপন সরকারের বাড়ির ভাড়াটিয়া ঘর থেকে গলাকাটা লাশ উদ্ধার করা হয়।তবে আটদিন আগে স্বামী-স্ত্রী পরিচয়ে ওই ঘরটি ভাড়া নেন দুজন। আজ তালাবদ্ধ ঘর থেকে যুবকের মরদেহ পাওয়া গেলেও স্ত্রী পরিচয় দেয়া সেই নারী পালিয়েছেন বলে জানায় পুলিশ।
এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম জানান, গত ২০ জানুয়ারি স্বামী-স্ত্রী পরিচয়ে দুজন নারী-পুরুষ স্বপন সরকারের বাড়ির একটি কক্ষ ভাড়া নেন। ভাড়া দেয়ার সময় বাড়িওয়ালা ভাড়াটিয়াদের কোনো পরিচয়পত্র রাখেননি। এজন্য নিহতের নাম পরিচয় বাড়িওয়ালা বলতে পারছেন না।
বে ধারণা করা হচ্ছে, ৪/৫ দিন আগে ওই ব্যক্তিকে ঘরের ভিতরে রেখে স্ত্রী পরিচয় দেয়া নারী দরজার বাইরে তালা দিয়ে চলে যায়। ওই বাড়ির অন্য ভাড়াটিয়ারাও বিষয়টি খেয়াল করেননি।
ওসি আরও জানান, মঙ্গলবার সকালে ওই ঘর থেকে দুর্গন্ধ ছড়ালে স্থানীয়রা পুলিশকে বিষয়টি জানায়। খবর পেয়ে ফতুল্লা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজার তালা ভেঙে ঘরে ঢুকে খাটের ওপর ওই যুবকের মরদেহ দেখতে পায়। মরদেহের পাশে মাদকদ্রব্য ইয়াবা সেবনের নানা সরঞ্জাম পড়ে থাকতে দেখা যায়।