
দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আরাফাতুল আলম বই বিতরণ করে অন্ততপক্ষে জ্ঞানী লোকের দৃষ্টি আকর্ষণ করতে শুরু করেছেন। দাউদকান্দিতে কর্মস্থল হিসেবে যোগদানের পর সুযোগ পেলেই শিক্ষাঙ্গন পরিদর্শন করেন, পাশাপাশি বই উপহার দিয়ে শিক্ষার্থীদের সহ অন্যদেরও বন্ধু বানিয়ে নিচ্ছেন। বর্তমানে সর্বজনীন পেনশন কার্যক্রম নিয়ে তিনি সকল স্তরের মানুষকে উদ্বুদ্ধ করছেন। ২৮ এপ্রিল রোববার বিকেলে গৌরীপুর সুবল আফতাব উচ্চ বিদ্যালয়ের শিক্ষকদের সাথে এই বিষয়ে মতবিনিময় করেন।
মতবিনিময় শেষে সকল শিক্ষক এই স্কীমের আওতায় আসার প্রতিশ্রুতি দিয়েছেন, এমনকি তাঁর উপস্থিতিতে কয়েকজন শিক্ষক সর্বজনীন পেনশন কার্যক্রমে অন্তর্ভুক্ত হন। অন্যরা সোমবার কার্যক্রম সম্পন্ন করবেন বলে জানান।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন স্কুলের সভাপতি ও দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর (অবঃ) মোহাম্মদ আলী সুমন, গৌরীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নোমান মিয়া সরকার, সুবল আফতাব উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সেলিম মিয়া প্রমুখ।