Dhaka 5:27 am, Sunday, 16 March 2025

দাউদকান্দি উপজেলা ডিজিটাল প্রেস ক্লাব অগ্রণীভূমিকা রাখবেন।

 ২৪ মে ২০২৪ ইং-রোজ শুক্রবার বিকাল ৪ ঘটিকার সময় দাউদকান্দির তাল পাতা রেস্টুরেন্টে। ৩৫/৪০ জন তৃনমূল ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়া সাংবাদিকের উপস্থিতিতে দাউদকান্দি উপজেলা ডিজিটাল প্রেসক্লাব এর আহবায়ক কমিটি গঠন করা হয়। উক্ত আহ্বায়ক কমিটির  সভায় অন্যান্য প্রেসক্লাবের গুরুত্বপূর্ণ সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। চারজন সম্মানিত উপদেষ্টা হলেন, এশিয়ান টিভির শফিকুল ইসলাম বাবু, আমাদের নতুন সময়ের, মোহাম্মদ দিদার হোসেন,  আর টিভির শেখ ফিরোজ আহমেদ ও সিনিয়র সাংবাদিক ফখরুল ইসলাম সরকার। পরবর্তীতে তাহারা নয় সদস্যের একটি আহবায়ক কমিটি অনুমোদন করেন।
উক্ত আহ্বায়ক কমিটির সম্মানিত  চারজন  উপদেষ্টা  ও নয়জন আহ্বায়ক কমিটি আগামী পনের দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি ঘোষনা করবেন।১.মোঃ শাহাদাত হোসেন তালুকদার, আহব্বায়ক।২.ইমরান মাসুদ যুগ্ম আহ্বায়ক ।৩.মোহাম্মদ রাসেল সুমন যুগ্ন আহ্বায়ক ৪।মোহাম্মদ জসিম মোল্লা যুগ্ন আহ্বায়ক ৫।মোহাম্মদ আনিসুর রহমান খান সদস্য সচিব ৬।আহনাফ তিহামি সদস্য ৭।গোলাম মহিউদ্দিন খাঁন সুমন।  ৮।  সদস্য, সালমা আক্তার ৯। সদস্য, সঞ্জয় চন্দ্রদাস। দাউদকান্দি – তিতাস উপজেলার, সংসদ সদস্য ইন্জিনিয়ার আব্দুস সবুর মহোদয় এর  উন্নয়নের অগ্রযাত্রা  অব্যাহত রাখতে ডিজিটাল  দাউদকান্দি  থেকে স্মার্ট দাউদকান্দি  উপজেলা গড়তে  দাউদকান্দি উপজেলা ডিজিটাল প্রেসক্লাব অগ্রণীভূমিকা পালন করবে বলে, প্রধান আলোচক, কবি ও সাংবাদিক মোহাম্মদ দিদার হোসেন বলেন। আলোচনা ও আপ্যায়ন  শেষে সভাপতি সভা সমাপ্তি ঘোষণা করেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বিনামূল্যে ব্রেকিং নিউজ পেতে ok ক্লিক করুন OK .

দাউদকান্দি উপজেলা ডিজিটাল প্রেস ক্লাব অগ্রণীভূমিকা রাখবেন।

Update Time : 05:23:18 pm, Sunday, 26 May 2024
 ২৪ মে ২০২৪ ইং-রোজ শুক্রবার বিকাল ৪ ঘটিকার সময় দাউদকান্দির তাল পাতা রেস্টুরেন্টে। ৩৫/৪০ জন তৃনমূল ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়া সাংবাদিকের উপস্থিতিতে দাউদকান্দি উপজেলা ডিজিটাল প্রেসক্লাব এর আহবায়ক কমিটি গঠন করা হয়। উক্ত আহ্বায়ক কমিটির  সভায় অন্যান্য প্রেসক্লাবের গুরুত্বপূর্ণ সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। চারজন সম্মানিত উপদেষ্টা হলেন, এশিয়ান টিভির শফিকুল ইসলাম বাবু, আমাদের নতুন সময়ের, মোহাম্মদ দিদার হোসেন,  আর টিভির শেখ ফিরোজ আহমেদ ও সিনিয়র সাংবাদিক ফখরুল ইসলাম সরকার। পরবর্তীতে তাহারা নয় সদস্যের একটি আহবায়ক কমিটি অনুমোদন করেন।
আরো পড়ুন:দাউদকান্দিতে ওপেন ডে হাউজ সফল ভাবে অনুষ্ঠিত হলো
উক্ত আহ্বায়ক কমিটির সম্মানিত  চারজন  উপদেষ্টা  ও নয়জন আহ্বায়ক কমিটি আগামী পনের দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি ঘোষনা করবেন।১.মোঃ শাহাদাত হোসেন তালুকদার, আহব্বায়ক।২.ইমরান মাসুদ যুগ্ম আহ্বায়ক ।৩.মোহাম্মদ রাসেল সুমন যুগ্ন আহ্বায়ক ৪।মোহাম্মদ জসিম মোল্লা যুগ্ন আহ্বায়ক ৫।মোহাম্মদ আনিসুর রহমান খান সদস্য সচিব ৬।আহনাফ তিহামি সদস্য ৭।গোলাম মহিউদ্দিন খাঁন সুমন।  ৮।  সদস্য, সালমা আক্তার ৯। সদস্য, সঞ্জয় চন্দ্রদাস। দাউদকান্দি – তিতাস উপজেলার, সংসদ সদস্য ইন্জিনিয়ার আব্দুস সবুর মহোদয় এর  উন্নয়নের অগ্রযাত্রা  অব্যাহত রাখতে ডিজিটাল  দাউদকান্দি  থেকে স্মার্ট দাউদকান্দি  উপজেলা গড়তে  দাউদকান্দি উপজেলা ডিজিটাল প্রেসক্লাব অগ্রণীভূমিকা পালন করবে বলে, প্রধান আলোচক, কবি ও সাংবাদিক মোহাম্মদ দিদার হোসেন বলেন। আলোচনা ও আপ্যায়ন  শেষে সভাপতি সভা সমাপ্তি ঘোষণা করেন।