
৩১-০৩-২০২৪ইং-রবিবার সকাল ১০ঘটিকার সময়ে ঢাকা -চট্টগ্রাম মহাসড়কের, কুমিল্লা মূখী, বারপাড়া বাসট্যান্ডে রাস্তা পারা পারের সময় এক বৃদ্ধ মহিলা (৫০) অজ্ঞাত কে ঢাকা মেট্রো -শ ১৪-১০৯০ মাইক্রো বাস টি ধাক্কা দিলে গুরুতর অবস্থায় বৃদ্ধ মহিলা কে স্হানীয় লোকজন দাউদকান্দির, গৌরীপুর স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। স্বাস্থ্য কমপ্লেক্স কর্তব্য রত ডাঃ মৃত ঘোষণা করেন। পরিশেষ, মৃত ব্যক্তিকে দাউদকান্দি হাইওয়ে থানা ইনচার্জ ওসি, শাহীনূর ইসলামের নির্দেশনায় মৃত দেহটি বেওয়ারিশ হিসেবে থানায় হয়। পরবর্তী সময়ে ৫/৬ ঘন্টা পর ওয়ারিশ গণ খবর পেয়ে দাউদকান্দি হাইওয়ে থানা আসেন।
আরো পড়ুন:দাউদকান্দিতে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা দিবস পালিত
3 thoughts on “দাউদকান্দিতে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত”