
২৩ – এপ্রিল ২০২৪ ইং- বিকেল ০৩টায় কুমিল্লার দাউদকান্দি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দাউদকান্দি উপজেলা পরিষদ মিলনায়তনে সর্বজনীন পেনশন কার্যক্রম সম্পর্কিত মত বিনিময় সভার আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন, মুহাম্মদ আরাফাতুল আলম, নির্বাহী অফিসার, দাউদকান্দি উপজেলা, কুমিল্লা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,মোঃ জিয়াউর রহমান, সহকারী কমিশনার (ভূমি) দাউদকান্দি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সকল গণমাধ্যম কর্মী।
আরো পড়ুন:দাউদকান্দিতে বাসচাপায় ৪ জন নিহত
প্রধান অতিথি বক্তব্যে বলেন যে, মাননীয় প্রধানমন্ত্রী ও আওয়ামীলীগের সভানেত্রী শেখ হাসিনা মহোদয়ই স্মার্ট বাংলাদেশ বিনির্মানে দেশে চালু করেন “সর্বজনীন পেনশন স্কিম”এতে সাধারণ খেটে খাওয়া মানুষ হতে শুরু করে ছোটখাট ব্যবসা সহ সকল প্রবাসী এবং পেশাজীবি মানুষজন উপকৃত হবেন। একজন মানুষের বয়স যখন ষাট হয় তখন সে আর উপার্জন করতে পারেনা যদি আঠারো থেকে পঞ্চাশ এর যেকোন সময় থেকে পেনশন স্কিম চালু করেন তাহলে তার বয়স যখন ষাট অতিক্রম করবেন তখন থেকেই পরবর্তি বিশ বছর পর্যন্ত পেনশন অটোমেটিক তার একাউন্টে পৌঁছে যাবে।এতে করে বৃদ্ধ বয়সে আর কেউই অবহেলিত হবেন না বলে, তিনি বলে থাকেন।
One thought on “দাউদকান্দিতে সর্বজনীন পেনশন কার্যক্রম বিষয়ে মতবিনিময় সভা”