Dhaka 3:23 am, Wednesday, 19 March 2025

‘কান্নার কারণেই প্রথম আমার নজরে আসে অবন্তী’

বসন্তের পাশাপাশি বিশ্ব ভালোবাসা দিবসও আজ। আর তাই বসন্তের ছোঁয়া লেগেছে বাঙালির মনে। পিছিয়ে নেই তারকারাও। নিজ নিজ জায়গা থেকে বসন্ত আর ভালোবাসা দিবস উদযাপন করছেন তারা। বিশেষ এই দিনে নিজের ভালোবাসার গল্প জানালেন জনপ্রিয় চিত্রনায়ক সিয়াম আহমেদ। ব্যক্তিগত জীবনে ২০১৮ সালের ১৬ ডিসেম্বর ভালোবেসে শাম্মা রুশাফি অবন্তীকে বিয়ে করেন সিয়াম। দাম্পত্য জীবনের অর্ধযুগ পার হলেও তাদের পরিচয় তারও ছয় বছর আগে। সেই পরিচয়ের গল্পটা বলার সময় সিয়াম জানান— অবন্তীকে যখন প্রথম দেখেন, তখন তিনি কাঁদছিলেন। মূলত, কান্নার কারণেই প্রথম সিয়ামের নজরে আসেন অবন্তী।

আরো পড়ুন:হঠাৎ হারিয়ে যাওয়া ইমরান ফিরছেন সিনেমায়

সিয়াম বলেন, ২০১১ সালের ৩ নভেম্বর অবন্তীদের উত্তরার বাড়ির ছাদে বন্ধুদের একটা আড্ডায় তাকে প্রথম দেখা। যেহেতু অবন্তীর বড় বোন (অপির্তা) আমার বন্ধু, তাই অন্য বন্ধুরাসহ সেদিন আমাদের আড্ডা হয়। ওই সময়ে ওর মা হজ করতে যান। প্রথম অবন্তীকে যখন দেখি, তখন সে কাঁদছিল। মা ভিডিও কলে কথা বলছিলেন, মেয়ে কাঁদছিল— এটা দেখে আমার কিছুটা অবাক লাগে। কান্নার কারণে প্রথম নজরে আসে।ওই বছরের ঈদের দুই দিনের পরে অবন্তীর বাড়িতে সিয়াম ও তার বন্ধুদের আড্ডা হয়। সেদিন সব বন্ধুরা মিলে বাজার করে নিয়ে যান ওদের বাসায়। সবাই মিলে রান্নাবান্না ও খাওয়া দাওয়া করেন। চলে আড্ডা। তখনও সিয়ামকে ভাইয়া বলেই ডাকতেন অবন্তী

আরো পড়ুন:অবশেষে টাঙ্গাইল শাড়িকে জিআই পণ্য ঘোষণা করল সরকার

সেই ঈদের স্মৃতিচারণ করে অবন্তী জানান, ঈদের দুই দিন পর এসে ওরা সবাই রান্নাবান্না করে। আমিও সিয়ামকে বলেছি ভাইয়া, আপনাকে চিকেন দিই? খিচুড়ি দিই? পরের বছর ২০১২ সালের জানুয়ারিতে একটা পিকনিকে আবারও দেখা হয় আমাদের।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বিনামূল্যে ব্রেকিং নিউজ পেতে ok ক্লিক করুন OK .

‘কান্নার কারণেই প্রথম আমার নজরে আসে অবন্তী’

Update Time : 02:23:29 pm, Wednesday, 14 February 2024

বসন্তের পাশাপাশি বিশ্ব ভালোবাসা দিবসও আজ। আর তাই বসন্তের ছোঁয়া লেগেছে বাঙালির মনে। পিছিয়ে নেই তারকারাও। নিজ নিজ জায়গা থেকে বসন্ত আর ভালোবাসা দিবস উদযাপন করছেন তারা। বিশেষ এই দিনে নিজের ভালোবাসার গল্প জানালেন জনপ্রিয় চিত্রনায়ক সিয়াম আহমেদ। ব্যক্তিগত জীবনে ২০১৮ সালের ১৬ ডিসেম্বর ভালোবেসে শাম্মা রুশাফি অবন্তীকে বিয়ে করেন সিয়াম। দাম্পত্য জীবনের অর্ধযুগ পার হলেও তাদের পরিচয় তারও ছয় বছর আগে। সেই পরিচয়ের গল্পটা বলার সময় সিয়াম জানান— অবন্তীকে যখন প্রথম দেখেন, তখন তিনি কাঁদছিলেন। মূলত, কান্নার কারণেই প্রথম সিয়ামের নজরে আসেন অবন্তী।

আরো পড়ুন:হঠাৎ হারিয়ে যাওয়া ইমরান ফিরছেন সিনেমায়

সিয়াম বলেন, ২০১১ সালের ৩ নভেম্বর অবন্তীদের উত্তরার বাড়ির ছাদে বন্ধুদের একটা আড্ডায় তাকে প্রথম দেখা। যেহেতু অবন্তীর বড় বোন (অপির্তা) আমার বন্ধু, তাই অন্য বন্ধুরাসহ সেদিন আমাদের আড্ডা হয়। ওই সময়ে ওর মা হজ করতে যান। প্রথম অবন্তীকে যখন দেখি, তখন সে কাঁদছিল। মা ভিডিও কলে কথা বলছিলেন, মেয়ে কাঁদছিল— এটা দেখে আমার কিছুটা অবাক লাগে। কান্নার কারণে প্রথম নজরে আসে।ওই বছরের ঈদের দুই দিনের পরে অবন্তীর বাড়িতে সিয়াম ও তার বন্ধুদের আড্ডা হয়। সেদিন সব বন্ধুরা মিলে বাজার করে নিয়ে যান ওদের বাসায়। সবাই মিলে রান্নাবান্না ও খাওয়া দাওয়া করেন। চলে আড্ডা। তখনও সিয়ামকে ভাইয়া বলেই ডাকতেন অবন্তী

আরো পড়ুন:অবশেষে টাঙ্গাইল শাড়িকে জিআই পণ্য ঘোষণা করল সরকার

সেই ঈদের স্মৃতিচারণ করে অবন্তী জানান, ঈদের দুই দিন পর এসে ওরা সবাই রান্নাবান্না করে। আমিও সিয়ামকে বলেছি ভাইয়া, আপনাকে চিকেন দিই? খিচুড়ি দিই? পরের বছর ২০১২ সালের জানুয়ারিতে একটা পিকনিকে আবারও দেখা হয় আমাদের।