
কুমিল্লা জেলার সীমান্তবর্তী এলাকায় বিশেষ অভিযানে এক কোটি টাকা মূল্যের অবৈধ ভারতীয় চিংড়ির রেনু ও একটি ট্রাক জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। অভিযানটি পরিচালনা করে কুমিল্লা ব্যাটালিয়নের ১০ বিজিবির অধীনস্থ কটক বাজার বিওপির একটি বিশেষ টহল দল। বুধবার (২৮ মে) সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।বিজিবি সূত্রে জানা গেছে, মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে সীমান্ত এলাকায় কটক বাজার বিওপির একটি টহল দল মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে সীমান্তের শূন্য রেখা থেকে প্রায় ৪ কিলোমিটার ভেতরে জেলার আদর্শ সদর উপজেলার চাঁনপুর নামক স্থান থেকে পরিত্যক্ত অবস্থায় একটি ট্রাকসহ মোট ৫১ ড্রাম চিংড়ির রেনু জব্দ করা হয়।১০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মীর আলী এজাজ জানান, জব্দকৃত রেনুগুলোর বাজারমূল্য আনুমানিক ১ কোটি ২০ হাজার টাকা। উদ্ধারকৃত মালামাল যথাযথ আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে। তবে অভিযানকালে কাউকে আটক করা সম্ভব হয়নি।