Dhaka 12:14 pm, Wednesday, 19 March 2025

ঠাণ্ডার চেয়েও ভয়ের বিষয় ছিল কুমির’

চঞ্চল চৌধুরী

ফেউ’ শব্দের আভিধানিক অর্থ শৃগাল বা শিয়াল। অর্থাৎ চালাক প্রকৃতির বলা যায়। অনুসরণকারী হিসেবেও ফেউ-এর ব্যবহার দেখা যায়। ফেউলাগা মানে কারও পেছনে লেগে থেকে তাকে ক্রমাগত উত্ত্যক্ত করা। সেই শব্দটির যথাযথ মর্যাদা রাখতে ‘ফেউ’ নামে নির্মিত হলো একটি ওয়েব সিরিজ। ১৬ই জানুয়ারি বিকালে ফেসবুক পেজে প্রকাশ পেয়েছে সিরিজের টিজার। সিরিজটি চরকিতে আসছে ২৯শে জানুয়ারি রাত ১২টা ০১ মিনিটে। আর এতে অভিনয় করেছেন- তারিক আনাম খান, চঞ্চল চৌধুরী, মোস্তাফিজুর নূর ইমরান, তানভীর অপূর্ব, হোসেন জীবন প্রমুখ। চঞ্চল চৌধুরী তার শুটিংয়ের অভিজ্ঞতা জানাতে গিয়ে বলেন, আমরা যখন শুটিং করেছি, তখন প্রচণ্ড ঠাণ্ডা ছিল। মাস খানেক সুন্দরবনে শুটিং হয়েছে, যার মধ্যে আমি ছিলাম ২০ দিনের বেশি। রাতে যখন লঞ্চে ঘুমাতাম, খুব ঠাণ্ডা লাগতো। আমি শীতের জামা-কাপড় পরেই ঘুমাতাম। তবে ঠাণ্ডার চেয়েও ভয়ের বিষয় ছিল কুমির। আমাদের লঞ্চ যেখানে নোঙর করা ছিল, সেখানে ছিল কুমিরটা। সকালে জানালা দিয়ে মুখ বের করলেই কুমিরসহ

বিভিন্ন পশু-পাখি দেখা যেতো। আমরা লঞ্চ থেকে শুটিং স্পটে যেতাম ছোট ছোট ট্রলারে। রাতেও শুটিং করতে হতো। খুব কঠিন পরিস্থিতি ছিল। ১৯৭৯ সালের জানুয়ারি থেকে মে মাসে পশ্চিমবঙ্গের দক্ষিণ পরগণা জেলার দ্বীপ মরিচঝাঁপিতে ঘটে যাওয়া গণহত্যার ছায়া অবলম্বনে ‘ফেউ’ নির্মিত হলেও সিরিজটি ফিকশনাল। এর গল্প লিখেছেন সুকর্ণ সাহেদ ধীমান, রোমেল রহমান এবং চিত্রনাট্য করেছেন সুকর্ণ সাহেদ ধীমান ও সিদ্দিক আহমেদ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বিনামূল্যে ব্রেকিং নিউজ পেতে ok ক্লিক করুন OK .

ঠাণ্ডার চেয়েও ভয়ের বিষয় ছিল কুমির’

Update Time : 12:05:38 pm, Saturday, 18 January 2025
ফেউ’ শব্দের আভিধানিক অর্থ শৃগাল বা শিয়াল। অর্থাৎ চালাক প্রকৃতির বলা যায়। অনুসরণকারী হিসেবেও ফেউ-এর ব্যবহার দেখা যায়। ফেউলাগা মানে কারও পেছনে লেগে থেকে তাকে ক্রমাগত উত্ত্যক্ত করা। সেই শব্দটির যথাযথ মর্যাদা রাখতে ‘ফেউ’ নামে নির্মিত হলো একটি ওয়েব সিরিজ। ১৬ই জানুয়ারি বিকালে ফেসবুক পেজে প্রকাশ পেয়েছে সিরিজের টিজার। সিরিজটি চরকিতে আসছে ২৯শে জানুয়ারি রাত ১২টা ০১ মিনিটে। আর এতে অভিনয় করেছেন- তারিক আনাম খান, চঞ্চল চৌধুরী, মোস্তাফিজুর নূর ইমরান, তানভীর অপূর্ব, হোসেন জীবন প্রমুখ। চঞ্চল চৌধুরী তার শুটিংয়ের অভিজ্ঞতা জানাতে গিয়ে বলেন, আমরা যখন শুটিং করেছি, তখন প্রচণ্ড ঠাণ্ডা ছিল। মাস খানেক সুন্দরবনে শুটিং হয়েছে, যার মধ্যে আমি ছিলাম ২০ দিনের বেশি। রাতে যখন লঞ্চে ঘুমাতাম, খুব ঠাণ্ডা লাগতো। আমি শীতের জামা-কাপড় পরেই ঘুমাতাম। তবে ঠাণ্ডার চেয়েও ভয়ের বিষয় ছিল কুমির। আমাদের লঞ্চ যেখানে নোঙর করা ছিল, সেখানে ছিল কুমিরটা। সকালে জানালা দিয়ে মুখ বের করলেই কুমিরসহ

বিভিন্ন পশু-পাখি দেখা যেতো। আমরা লঞ্চ থেকে শুটিং স্পটে যেতাম ছোট ছোট ট্রলারে। রাতেও শুটিং করতে হতো। খুব কঠিন পরিস্থিতি ছিল। ১৯৭৯ সালের জানুয়ারি থেকে মে মাসে পশ্চিমবঙ্গের দক্ষিণ পরগণা জেলার দ্বীপ মরিচঝাঁপিতে ঘটে যাওয়া গণহত্যার ছায়া অবলম্বনে ‘ফেউ’ নির্মিত হলেও সিরিজটি ফিকশনাল। এর গল্প লিখেছেন সুকর্ণ সাহেদ ধীমান, রোমেল রহমান এবং চিত্রনাট্য করেছেন সুকর্ণ সাহেদ ধীমান ও সিদ্দিক আহমেদ।