Dhaka 10:04 pm, Saturday, 15 March 2025

উত্তরা ঢাকা ময়মনসিংহ রোডে বেপারীদের গরু ও নগদ টাকা ছিনতায়ের সময় উদ্ধার

 উত্তরা পূর্ব থানাধীন ৪নং সেক্টরের ৪নং রোডের পশ্চিম মাথা  ঢাকা টু ময়মনসিংহ মহাসড়কের ঢাকা প্রবেশ মুখে ভোর রাত্র ০৩.২০ জসিম উদ্দিন ফ্লাইওভারের উপরে দক্ষিনপ্রান্তে একটি নাম্বার বিহিন দেরটনি মাহিন্দ্র পিকআপ গাড়ি যোগে ০৫জন অজ্ঞাতনামা ডাকাতদল ১১টি গরু ভর্তি একটি ২ টনি পিকআপ গাড়ির সামনয় গতিরোধ করে দেশীয় অস্ত্র বড় চাপাতি ও রামদার ভয় দেখিয়ে গরুর বেপারীদের আটক করে।
ডাকাতদের গাড়িতে নিয়ে চাপাতি দ্বারা কোপ দিয়ে একজন বেপারীর বাম হাতের কব্জিতে রক্তাক্ত জখম করে। অপর একজন বেপারীর মাথায় আঘাত করে বেপারীদের সাথে থাকা ৩,৮৩,৪০০/-টাকা লুট করে নেয়।
গরুর বেপারীদের ডাক চিৎকারে উক্ত এলাকায় মোবাইল-৯৬ ডিউটিতে নিয়োজিত এসআই সুবল চন্দ্র পাল সংগীয় ফোর্স সহ দ্রুত ঘটনাস্থলে গিয়ে ডাকাতদের গ্রেফতারের চেষ্টাকালে পুলিশকে লক্ষ্য করে  ডাকাতরা তাদের নিকট থাকা ইটের টুকরা দিয়ে এলোপাথারি ঢিল ছুড়তে ছুড়তে দৌড়ে পালাইয়া গেলেও তাৎক্ষনিকভাবে উত্তরা পূর্ব থানার অফিসার ইনচার্জ এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) অন্যান্য অফিসার ও ফোর্সের সহায়তায় ডাকাতদের ব্যবহৃত একটি নাম্বার বিহিন দেরটনি মাহিন্দ্র পিকআপ গাড়ি সহ চাপাতি, দা, রশি, ত্রিপাল, কালো ব্যাগ, ভাংগা ইটের টুকরা ০৯টি এবং বেপারীদের বিভিন্ন সাইজের ১১টি গরু,যাহার মূল্য ৮,৭৩,৫০০/-টাকা সহ ১টি পিকআর গাড়ি সহ উদ্ধার করতে সক্ষম হন।  উক্ত বিষয়ে আইনগত ব্যবস্থা চলমান।
৬। আসামীর নাম ঠিকানাঃ অজ্ঞাতনামা ০৫/৬ জন ডাকাত।
একটি নাম্বার বিহিন দেরটনি মাহিন্দ্র পিকআপ গাড়ি, চাপাতি, দা, রশি, ত্রিপাল, কালো ব্যাগ, ভাংগা ইটের টুকরা ০৯টি এবং বেপারীদের বিভিন্ন সাইজের ১১টি গরু, যাহার মূল্য ৮,৭৩,৫০০/-টাকা ও ১টি পিকআর গাড়ি।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বিনামূল্যে ব্রেকিং নিউজ পেতে ok ক্লিক করুন OK .

উত্তরা ঢাকা ময়মনসিংহ রোডে বেপারীদের গরু ও নগদ টাকা ছিনতায়ের সময় উদ্ধার

Update Time : 09:50:44 am, Saturday, 7 December 2024
 উত্তরা পূর্ব থানাধীন ৪নং সেক্টরের ৪নং রোডের পশ্চিম মাথা  ঢাকা টু ময়মনসিংহ মহাসড়কের ঢাকা প্রবেশ মুখে ভোর রাত্র ০৩.২০ জসিম উদ্দিন ফ্লাইওভারের উপরে দক্ষিনপ্রান্তে একটি নাম্বার বিহিন দেরটনি মাহিন্দ্র পিকআপ গাড়ি যোগে ০৫জন অজ্ঞাতনামা ডাকাতদল ১১টি গরু ভর্তি একটি ২ টনি পিকআপ গাড়ির সামনয় গতিরোধ করে দেশীয় অস্ত্র বড় চাপাতি ও রামদার ভয় দেখিয়ে গরুর বেপারীদের আটক করে।
ডাকাতদের গাড়িতে নিয়ে চাপাতি দ্বারা কোপ দিয়ে একজন বেপারীর বাম হাতের কব্জিতে রক্তাক্ত জখম করে। অপর একজন বেপারীর মাথায় আঘাত করে বেপারীদের সাথে থাকা ৩,৮৩,৪০০/-টাকা লুট করে নেয়।
গরুর বেপারীদের ডাক চিৎকারে উক্ত এলাকায় মোবাইল-৯৬ ডিউটিতে নিয়োজিত এসআই সুবল চন্দ্র পাল সংগীয় ফোর্স সহ দ্রুত ঘটনাস্থলে গিয়ে ডাকাতদের গ্রেফতারের চেষ্টাকালে পুলিশকে লক্ষ্য করে  ডাকাতরা তাদের নিকট থাকা ইটের টুকরা দিয়ে এলোপাথারি ঢিল ছুড়তে ছুড়তে দৌড়ে পালাইয়া গেলেও তাৎক্ষনিকভাবে উত্তরা পূর্ব থানার অফিসার ইনচার্জ এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) অন্যান্য অফিসার ও ফোর্সের সহায়তায় ডাকাতদের ব্যবহৃত একটি নাম্বার বিহিন দেরটনি মাহিন্দ্র পিকআপ গাড়ি সহ চাপাতি, দা, রশি, ত্রিপাল, কালো ব্যাগ, ভাংগা ইটের টুকরা ০৯টি এবং বেপারীদের বিভিন্ন সাইজের ১১টি গরু,যাহার মূল্য ৮,৭৩,৫০০/-টাকা সহ ১টি পিকআর গাড়ি সহ উদ্ধার করতে সক্ষম হন।  উক্ত বিষয়ে আইনগত ব্যবস্থা চলমান।
৬। আসামীর নাম ঠিকানাঃ অজ্ঞাতনামা ০৫/৬ জন ডাকাত।
একটি নাম্বার বিহিন দেরটনি মাহিন্দ্র পিকআপ গাড়ি, চাপাতি, দা, রশি, ত্রিপাল, কালো ব্যাগ, ভাংগা ইটের টুকরা ০৯টি এবং বেপারীদের বিভিন্ন সাইজের ১১টি গরু, যাহার মূল্য ৮,৭৩,৫০০/-টাকা ও ১টি পিকআর গাড়ি।