অধস্তন আদালতের ম্যাজিস্ট্রেটদের নিয়ন্ত্রণ (নিয়োগ, বদলি, পদোন্নতি ও ছুটি) এবং শৃঙ্খলার দায়িত্ব রাষ্ট্রপতির ওপর ন্যস্ত করা সংবিধানের ১১৬ অনুচ্ছেদ চ্যালেঞ্জ হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। বিচার বিভাগের জন্য আলাদা সচিবালয় প্রতিষ্ঠার নির্দেশনাও চাওয়া হয়েছে এই রিটে।১০ আইনজীবীর পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ শিশির মনির রবিবার এই রিট করেন। ১০ আবেদনকারী হলেন- মোহাম্মদ সাদ্দাম হোসেন, মো. আসাদ উদ্দিন, মো. মুজাহিদুল ইসলাম, মো. জহিরুর ইসলাম, মোস্তাফিজুর রহমান, শাইখ মাহাদী, আবদুল্লাহ সাদিক, মো. মিজানুল হক, আমিনুল ইসলাম শাকিল এবং যায়েদ বিন আমজাদ।
১১৬ অনুচ্ছেদের পাশাপাশি ২০১৭ সালে প্রণীত অধস্তন আদালতের বিচারকদের চাকরির শৃঙ্খলা ও আচরণ বিধির বৈধতাও রিটে চ্যালেঞ্জ করা হয়েছে।সংবিধানের ১১৬ অনুচ্ছেদ অনুসারে অধস্তন আদালতের ম্যাজিস্ট্রেটদের নিয়ন্ত্রণ (নিয়োগ, বদলি, পদোন্নতি ও ছুটি) এবং শৃঙ্খলার দায়িত্ব রাষ্ট্রপতির ওপর ন্যস্ত করার বিধান কেন অসাংবিধানিক ঘোষণা করা হবে না, মর্মে রুল চেয়েছেন রিট আবেদনকারীরা। আইন সচিব ও সুপ্রিম কোর্টের রেজিষ্ট্রারকে বিবাদী করা হয়েছে রিটে।
আইনজীবী শিশির মনির কালের কণ্ঠকে বলেন, আগামী সপ্তাহে বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি শশাঙ্ক শেখর সরকারের হাইকোর্ট বেঞ্চে রিট আবেদনটির শুনানি হতে পারে।