
টাঙ্গাইলের ঘাটাইলে দুর্নীতির খবর প্রকাশ করায় সমকালের ঘাটাইল উপজেলা প্রতিনিধি মাসুম মিয়াকে মারধরের হুমকি দেওয়ার ঘটনায় চেয়ারম্যানের অপসারণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৯ সেপ্টেম্বর) বেলা ১১ টার দিকে ঘাটাইল প্রেসক্লাবের আয়োজনে উপজেলা পরিষদের সামনে উক্ত মানববন্ধন অনুষ্ঠিত হয়।
ঘাটাইল প্রেস ক্লাবের কার্যকরী পরিষদের সদস্য সাজ্জাদ রহমানের সঞ্চালায় মানববন্ধনে বক্তব্য রাখেন ঘাটাইল প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ কামাল হোসেন, সাবেক সভাপতি মো. নজরুল ইসলাম, সহসভাপতি আতা খন্দকার, টাঙ্গাইল প্রেস ক্লাবের সদস্য ও দেশ টিভির সাংবাদিক আতিকুর রহমান, আরটিভির উত্তর টাংগাইল প্রতিনিধি কামাল হোসেন, পৌরসভার ৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. আজহার উদ্দিন, উপজেলা শ্রমিক দলের আহবায়ক সুফি সিদ্দিকী প্রমুখ এবং সুশীল সমাজের ব্যক্তিরা।
এ সময় বক্তারা সাগরদিঘী ইউপি চেয়ারম্যানের দুর্নীতির সংবাদ প্রকাশ করায় মাসুম মিয়াকে তিনি হাত—পা ভেঙে ফেলার হুমকি দেওয়ার ঘটনায় তীব্র নিন্দা জানান।
গত ১৪ জুলাই ‘আড়াই হাজার টাকার সিসিটিভি ক্যামেরা ৩২ হাজারে ক্রয়’ এবং ১ সেপ্টেম্বর ‘চেয়ারম্যানের দুর্নীতির দোকান’ শিরোনামে সমকালে দুটি প্রতিবেদন প্রকাশিত হয়। এই সংবাদের জেরে দৈনিক সমকালের ঘাটাইল প্রতিনিধি ও ঘাটাইল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. মাসুম মিয়াকে হাত-পা বেঁধে ভেঙে ফেলার হুমকি দিয়ে দিয়েছেন উপজেলার সাগরদিঘী ইউনিয়নের চেয়ারম্যান মোঃ হাবিবুল্লাহ্।
শোনা যায়, মোঃ হাবিবুল্লাহ একজন আওয়ামী লীগ নেতা,সরকার পতনের পর এখন সে জামায়ত নেতা হতে চাচ্ছেন।