Dhaka 8:46 pm, Friday, 14 March 2025

আত্মবিশ্বাসী কারিনা

পাঁচজন নারীর ক্ষেত্রে যায়।

মুখের রেখায় বয়স হিসেব কষে যাচ্ছে কারিনা কাপুরের। যেমনটা অন্য আর পাঁচজন নারীর ক্ষেত্রে যায়। মুখে আঁকিবুকি কেটে যাওয়া বলিরেখায় কোনো আপত্তি নেই এ অভিনেত্রীর। বরং তিনি দাবি করেন, ২৫-৩০ বছরে তিনি যেমন ছিলেন, এখন এই ৪৫ ছুঁইছুঁই বয়সে আরও বেশি ভালো আছেন। ২০০৭ সালে ‘জব উই মেট’ ছবির পরে শহীদ কাপুরের সঙ্গে সম্পর্ক ভেঙে যায় তার। তখন কারিনার বয়স ২৭ বছর।

২০১২ সালে তিনি সাইফ আলী খানকে বিয়ে করেন। আর এবার কারিনা বললেন, ২০ দশকে আমি যেমন ছিলাম, এখন তার চেয়ে বেশি সুখী। কসমেটিক সার্জারি নিয়ে সদ্য কথা বলেন কারিনা। চলচ্চিত্র জগৎ তাদের এ ধরনের কৃত্রিম পদ্ধতি অবলম্বন করতে বাধ্য করেছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এমন বহু অভিনেতাকেই দেখা যাবে যারা কোনো নির্দিষ্ট বয়সে নিজেদের চেহারাকে বেঁধে ফেলতে চেয়েছেন। তার জন্য আবার নানা রকম কথাও শুনতে হয়েছে। আত্মবিশ্বাসের সুরে তিনি বলেন, আমার মনে হয় এটা ব্যক্তিগত পছন্দের বিষয়। আমি তো ওই বলিরেখাগুলো দেখতে ভালোবাসি। আমার মনে হয়, এতে আমাকে আরও আবেদনময়ী লাগে। আমি তো এই মধ্য চল্লিশে এসে নিজেকে আরও বেশি সুখী মনে করি। অন্তত ২০-৩০ বছরে যেমন ছিলাম তার চেয়ে। এই স্বাভাবিক প্রক্রিয়াকে আমি মেনে নিতে চাই।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বিনামূল্যে ব্রেকিং নিউজ পেতে ok ক্লিক করুন OK .

আত্মবিশ্বাসী কারিনা

Update Time : 12:42:08 pm, Thursday, 13 March 2025

মুখের রেখায় বয়স হিসেব কষে যাচ্ছে কারিনা কাপুরের। যেমনটা অন্য আর পাঁচজন নারীর ক্ষেত্রে যায়। মুখে আঁকিবুকি কেটে যাওয়া বলিরেখায় কোনো আপত্তি নেই এ অভিনেত্রীর। বরং তিনি দাবি করেন, ২৫-৩০ বছরে তিনি যেমন ছিলেন, এখন এই ৪৫ ছুঁইছুঁই বয়সে আরও বেশি ভালো আছেন। ২০০৭ সালে ‘জব উই মেট’ ছবির পরে শহীদ কাপুরের সঙ্গে সম্পর্ক ভেঙে যায় তার। তখন কারিনার বয়স ২৭ বছর।

২০১২ সালে তিনি সাইফ আলী খানকে বিয়ে করেন। আর এবার কারিনা বললেন, ২০ দশকে আমি যেমন ছিলাম, এখন তার চেয়ে বেশি সুখী। কসমেটিক সার্জারি নিয়ে সদ্য কথা বলেন কারিনা। চলচ্চিত্র জগৎ তাদের এ ধরনের কৃত্রিম পদ্ধতি অবলম্বন করতে বাধ্য করেছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এমন বহু অভিনেতাকেই দেখা যাবে যারা কোনো নির্দিষ্ট বয়সে নিজেদের চেহারাকে বেঁধে ফেলতে চেয়েছেন। তার জন্য আবার নানা রকম কথাও শুনতে হয়েছে। আত্মবিশ্বাসের সুরে তিনি বলেন, আমার মনে হয় এটা ব্যক্তিগত পছন্দের বিষয়। আমি তো ওই বলিরেখাগুলো দেখতে ভালোবাসি। আমার মনে হয়, এতে আমাকে আরও আবেদনময়ী লাগে। আমি তো এই মধ্য চল্লিশে এসে নিজেকে আরও বেশি সুখী মনে করি। অন্তত ২০-৩০ বছরে যেমন ছিলাম তার চেয়ে। এই স্বাভাবিক প্রক্রিয়াকে আমি মেনে নিতে চাই।