জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া। আগের চেয়ে কাজের পরিমাণ এখন অনেকটাই কমিয়ে দিয়েছেন। বর্তমানে পর্দায় আগের মতো সরব না থাকলেও সামাজিক মাধ্যমে বেশ সক্রিয় তিনি। প্রায়ই নিজের ফেসবুক অ্যাকাউন্টে নিজের মতামত শেয়ার করেন ফারিয়া। এবার ফের অভিনেত্রীর এক স্ট্যাটাসে উত্তাল নেটদুনিয়া। নিজের ফেসবুকের একটি পোস্ট শেয়ার করে তিনি লিখেছেন, ধর্ষককে যারা জামিন দিয়েছে কিংবা এই প্রক্রিয়ার সঙ্গে যারা যুক্ত- তাদেরকেও শাস্তির আওতায় আনা জরুরি।
বর্তমানে বাংলাদেশের আইনশৃঙ্খলা নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, দেশের আইনশৃঙ্খলার অবস্থা খারাপ। তার মধ্যে যদি এমন সব ঘটনা ঘটে, তাহলে এর চেয়ে খারাপ দৃষ্টান্ত আর কিছু হতে পারে না। ফারিয়ার শেয়ারকৃত ওই পোস্টে দাবি করা হয়েছে, আট বছর আগে সাজাপ্রাপ্ত আসামিকে জামিন দেয়া হয়েছে। ২০১৬ সালে প্রতিবেশীর মেয়ের সঙ্গে খেলা করতে গিয়ে পাঁচ বছরের শিশু নিখোঁজ হয়। পরদিন শিশুটির পরিবারের সদস্যরা তাকে আহত অবস্থায় উদ্ধার করে। অপরাধী সাইফুল পাঁচ বছরের ওই শিশুর মাথা, গলা, হাত ও প্রজনন অঙ্গ ধারালো অস্ত্র দি