
ব্যক্তিগত ইস্যুতে নেইমার জুনিয়রকে নিয়ে যেন আলোচনা থামছেই না। চোটের কারণে ব্রাজিলিয়ান তারকা ফুটবলারের জাতীয় ফেরার অপেক্ষা বেড়েছে। এরই মধ্যে তার বিরুদ্ধে প্রেমিকা ব্রুনো বিয়ানকার্ডিকে প্রতারণার অভিযোগ উঠেছে। ব্রাজিলের সংবাদ মাধ্যম লিও দিয়াজ দাবি করেছে, সন্তানসম্ভাবা প্রেমিকা বিয়ানকার্ডিকে রেখে অন্য নারীর সঙ্গে অন্তরঙ্গ সময় কাটিয়েছেন ৩৩ বছর বয়সী এই ফরোয়ার্ড। নেইমারের বিরুদ্ধে প্রতারণার অভিযোগের ঘটনাটি কিছুদিন আগের।
সৌদি ক্লাব আল হিলাল থেকে নিজের শৈশবের ক্লাব সান্তোসে যোগ দেওয়ার পর নতুন করে ইনজুরিতে পড়েছেন তিনি। এর মধ্যে সেলেসাও তারকাকে পার্টি মাতাতে দেখা যায়। ওই পার্টিতে ২০ জন মিলে মজা করছিলেন নেইমার। সেখানে নারীও ছিল। নেইমার তাদের কারো সঙ্গে অন্তরঙ্গ সময় কাটিয়েছেন এমন অভিযোগ উঠেছে। । এই জুটির ঘর আলো করে ২০২৩ সালের ৬ অক্টোবর কন্যা সন্তান মাভি আসে। বিয়ানকার্ডি প্রথমবার সন্তানসম্ভাবা থাকাকালীন একই অভিযোগ উঠেছিল। পরে যা সত্য প্রমাণিত হয়। নেইমার ২০২৪ সালের ১৯ জুলাই তৃতীয় সন্তানের বাবা হন। তার ওই সন্তানের নাম হেলেনা। বিয়ানকার্ডি সন্তানসম্ভাবা থাকাকালীন আমান্দা কিমবার্লির সঙ্গে প্রেমে জড়ান সাবেক বার্সেলোনা ও পিএসজি তারকা। পরে তারা বাবা-মা হতে যাচ্ছেন ওই ঘোষণাও দেন। তবে বিয়ানকার্ডি সেবারের মতো ক্ষমা করে দেন নেইমারকে। এবং পুনরায় প্রেমের সম্পর্কে আবদ্ধ হন।