Dhaka 12:25 am, Saturday, 10 May 2025

ক্লাসিকোর আগে আবারও রেফারির বিরুদ্ধে অভিযোগ

বোমাই ফাটিয়েছিল রেফারিকে নিয়ে।

দুয়ারে কড়া নাড়ছে আরও একটা এল ক্লাসিকো। আগামী রোববার রাতে নিজেদের মাঠে বার্সেলোনা আতিথ্য দেবে রিয়াল মাদ্রিদকে। সবশেষ ক্লাসিকোর আগে রিয়াল মাদ্রিদ টিভি বোমাই ফাটিয়েছিল রেফারিকে নিয়ে। আরও এক ক্লাসিকোর আগে আবারও সেই একই কাজ করেছে ক্লাবটির অফিসিয়াল এই মুখপাত্র। আবারও বিতর্কের আগুন ধরিয়ে দিইয়েছে রিয়াল মাদ্রিদ টিভি। ‘বিশ্লেষণধর্মী’ প্রতিবেদনে প্রচার করছে যে, রেফারি নাকি বার্সেলোনার সমর্থক!

১০টি ম্যাচে রিয়াল জিতেছে মাত্র ৫৪ শতাংশ, আর শেষ ৬ ম্যাচে জয় পেয়েছে মাত্র দুইটিতে।ভিডিওটি বলছে, ‘এই রেফারির ক্লাসিকো পরিচালনা এটি হবে পঞ্চমবারের মতো। আগের চার ম্যাচে তিনি ‘গুরুতর ভুল’ করেছেন এবং ‘অদ্ভুত সিদ্ধান্ত’ দিয়েছেন।’এইভাবে আগে থেকেই রেফারির সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে। যেন ম্যাচের বাঁশি বাজানোর আগেই রেফারিকে সন্দেহভাজন বানিয়ে ফেলা হচ্ছে। ভিডিওতে আরও বলা হয়েছে, ‘রেফারি এরনান্দেজ এরনান্দেজ মূলত বার্সেলোনার সমর্থক।

তবুও এমন গুরুত্বপূর্ণ ক্লাসিকোর দায়িত্ব তাঁর ওপর দেওয়া হয়েছে।’পুরো ভিডিওজুড়ে এমনভাবে পুরনো ক্লিপ আর কিছু ম্যাচের দৃশ্য দেখানো হয়েছে, যেন রিয়াল মাদ্রিদ সব সময়ই রেফারিদের ভুলের শিকার। যেন রিয়াল একমাত্র ক্লাব যারা বারবার অন্যায়ভাবে হেরে যায়।এমনকি ভিডিওতে তুলে ধরা হয়েছে একটি পুরোনো ম্যাচের ঘটনাও। সেখানে বলা হয়, ‘মার্তিনেজ মুনুয়েরা ভিনিসিয়াস জুনিয়রের বিরুদ্ধে বর্ণবাদী গালি দেওয়ার ঘটনা ম্যাচ রিপোর্টে লেখেননি।’

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বিনামূল্যে ব্রেকিং নিউজ পেতে ok ক্লিক করুন OK .

ক্লাসিকোর আগে আবারও রেফারির বিরুদ্ধে অভিযোগ

Update Time : 01:57:27 pm, Friday, 9 May 2025

দুয়ারে কড়া নাড়ছে আরও একটা এল ক্লাসিকো। আগামী রোববার রাতে নিজেদের মাঠে বার্সেলোনা আতিথ্য দেবে রিয়াল মাদ্রিদকে। সবশেষ ক্লাসিকোর আগে রিয়াল মাদ্রিদ টিভি বোমাই ফাটিয়েছিল রেফারিকে নিয়ে। আরও এক ক্লাসিকোর আগে আবারও সেই একই কাজ করেছে ক্লাবটির অফিসিয়াল এই মুখপাত্র। আবারও বিতর্কের আগুন ধরিয়ে দিইয়েছে রিয়াল মাদ্রিদ টিভি। ‘বিশ্লেষণধর্মী’ প্রতিবেদনে প্রচার করছে যে, রেফারি নাকি বার্সেলোনার সমর্থক!

১০টি ম্যাচে রিয়াল জিতেছে মাত্র ৫৪ শতাংশ, আর শেষ ৬ ম্যাচে জয় পেয়েছে মাত্র দুইটিতে।ভিডিওটি বলছে, ‘এই রেফারির ক্লাসিকো পরিচালনা এটি হবে পঞ্চমবারের মতো। আগের চার ম্যাচে তিনি ‘গুরুতর ভুল’ করেছেন এবং ‘অদ্ভুত সিদ্ধান্ত’ দিয়েছেন।’এইভাবে আগে থেকেই রেফারির সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে। যেন ম্যাচের বাঁশি বাজানোর আগেই রেফারিকে সন্দেহভাজন বানিয়ে ফেলা হচ্ছে। ভিডিওতে আরও বলা হয়েছে, ‘রেফারি এরনান্দেজ এরনান্দেজ মূলত বার্সেলোনার সমর্থক।

তবুও এমন গুরুত্বপূর্ণ ক্লাসিকোর দায়িত্ব তাঁর ওপর দেওয়া হয়েছে।’পুরো ভিডিওজুড়ে এমনভাবে পুরনো ক্লিপ আর কিছু ম্যাচের দৃশ্য দেখানো হয়েছে, যেন রিয়াল মাদ্রিদ সব সময়ই রেফারিদের ভুলের শিকার। যেন রিয়াল একমাত্র ক্লাব যারা বারবার অন্যায়ভাবে হেরে যায়।এমনকি ভিডিওতে তুলে ধরা হয়েছে একটি পুরোনো ম্যাচের ঘটনাও। সেখানে বলা হয়, ‘মার্তিনেজ মুনুয়েরা ভিনিসিয়াস জুনিয়রের বিরুদ্ধে বর্ণবাদী গালি দেওয়ার ঘটনা ম্যাচ রিপোর্টে লেখেননি।’