Dhaka 4:19 pm, Sunday, 30 March 2025

ঈদে মেট্রোরেলের আদলে ছুটবে কমিউটার ট্রেন

বাংলাদেশে তৈরি মেট্রোরেলের আদলে

ঢাকা-নারায়ণগঞ্জ রুটে ‘মেট্রোরেলের আদলে’ নতুন কমিউটার ট্রেন চালু করেছে বাংলাদেশ রেলওয়ে। ১০০০ এরও বেশি যাত্রী ধারণক্ষমতার এ ট্রেনটি প্রতিদিন ১৬ বার আসা-যাওয়া করবে। বুধবার (২৬ মার্চ) দুপুরে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা ট্রেন সংযোজন কার্যক্রমের উদ্বোধন করেন। এরমধ্যে দিয়ে ঢাকা-নারায়ণগঞ্জে যাতায়াতকারী নারায়ণগঞ্জের যাত্রীদের দীর্ঘদিনের ভোগান্তি লাঘব হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

উদ্বোধনের সময় জেলা প্রশাসক বলেন, এখন থেকে প্রতিদিন ঢাকা-নারায়ণগঞ্জ রুটে মেট্রোরেলের আদলে নতুন কমিউটার ট্রেন চলাচল করবে। ট্রেনে ১১টি বগি রয়েছে। ট্রেনে বসে ৫৯২ জন যাত্রী যাতায়াত করতে পারবে। পাশাপাশি এক হাজার ১৭৬ জন যাত্রী চলাচল যাতায়াত করতে পারবে। যাত্রীরা প্রথম বগি থেকে শেষ বগিতে যেতে পারবেন। বসে যাওয়ার পাশাপাশি দাঁড়িয়ে যাওয়ার ব্যবস্থা রয়েছে। এই ট্রেনটি নতুন মেট্রোরেলের আদলে আমাদের দেশে তৈরি। আমরা আমাদের দেশের শিল্পের বিকাশ ঘটাতে চাই।

এসময় নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার, রেলওয়ের বিভাগীয় পরিবহন কর্মকর্তা আনন্দ কুমার পাল, জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মঈনুদ্দিন আহমেদ, মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু প্রমুখ উপস্থিত ছিলেন। চাষাঢ়া স্টেশনের স্টেশন মাস্টার শামসু মোহাম্মদ খাঁজা সুজন জানান, বেলা ১১টার দিকে ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ট্রেনটি নারায়ণগঞ্জের উদ্দেশ্যে ছাড়ে। পরে বেলা ১১ টা ৪০ মিনিটের দিকে সেটি চাষাঢ়া স্টেশনে পৌছায়।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপডেট সংবাদ
বিনামূল্যে ব্রেকিং নিউজ পেতে ok ক্লিক করুন OK .

ঈদে মেট্রোরেলের আদলে ছুটবে কমিউটার ট্রেন

Update Time : 05:34:28 am, Thursday, 27 March 2025

ঢাকা-নারায়ণগঞ্জ রুটে ‘মেট্রোরেলের আদলে’ নতুন কমিউটার ট্রেন চালু করেছে বাংলাদেশ রেলওয়ে। ১০০০ এরও বেশি যাত্রী ধারণক্ষমতার এ ট্রেনটি প্রতিদিন ১৬ বার আসা-যাওয়া করবে। বুধবার (২৬ মার্চ) দুপুরে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা ট্রেন সংযোজন কার্যক্রমের উদ্বোধন করেন। এরমধ্যে দিয়ে ঢাকা-নারায়ণগঞ্জে যাতায়াতকারী নারায়ণগঞ্জের যাত্রীদের দীর্ঘদিনের ভোগান্তি লাঘব হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

উদ্বোধনের সময় জেলা প্রশাসক বলেন, এখন থেকে প্রতিদিন ঢাকা-নারায়ণগঞ্জ রুটে মেট্রোরেলের আদলে নতুন কমিউটার ট্রেন চলাচল করবে। ট্রেনে ১১টি বগি রয়েছে। ট্রেনে বসে ৫৯২ জন যাত্রী যাতায়াত করতে পারবে। পাশাপাশি এক হাজার ১৭৬ জন যাত্রী চলাচল যাতায়াত করতে পারবে। যাত্রীরা প্রথম বগি থেকে শেষ বগিতে যেতে পারবেন। বসে যাওয়ার পাশাপাশি দাঁড়িয়ে যাওয়ার ব্যবস্থা রয়েছে। এই ট্রেনটি নতুন মেট্রোরেলের আদলে আমাদের দেশে তৈরি। আমরা আমাদের দেশের শিল্পের বিকাশ ঘটাতে চাই।

এসময় নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার, রেলওয়ের বিভাগীয় পরিবহন কর্মকর্তা আনন্দ কুমার পাল, জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মঈনুদ্দিন আহমেদ, মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু প্রমুখ উপস্থিত ছিলেন। চাষাঢ়া স্টেশনের স্টেশন মাস্টার শামসু মোহাম্মদ খাঁজা সুজন জানান, বেলা ১১টার দিকে ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ট্রেনটি নারায়ণগঞ্জের উদ্দেশ্যে ছাড়ে। পরে বেলা ১১ টা ৪০ মিনিটের দিকে সেটি চাষাঢ়া স্টেশনে পৌছায়।