Dhaka 7:15 am, Friday, 28 March 2025

কুস্তিগীর কোথায় কমিটি

সার্চ কমিটির সুপারিশে দেশের বিভিন্ন ক্রীড়া ফেডারেশনে নতুন অ্যাডহক কমিটি দিচ্ছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। নয়টি ফেডারেশনের কমিটি ভেঙে অ্যাডহক কমিটি গঠন করা হয়।এরপর গত মাসে সাতটি ফেডারেশনের পর বুধবার আরও পাঁচটি ফেডারেশনে নতুন কমিটি দিয়েছে এনএসসি। নতুন ঘোষিত পাঁচ ফেডারেশনের কমিটির মধ্যে যাচ্ছেতাই অবস্থা কুস্তিতে।

শক্তির খেলা কুস্তিতে শক্তিমান কুস্তিগীরের সংখ্যা তলানিতে। এ নিয়ে ক্ষোভে ফেটে পড়েছেন কুস্তিগীররা। সাবেক সাধারণ সম্পাদক তাবিউর রহমান পালোয়ান দীর্ঘদিন পদ আকড়ে থাকলেও দেশের অন্যতম কিংবদন্তি কুস্তিগীর তিনি।সাবেক যুগ্ম সম্পাদক মেজবাহ উদ্দিন আজাদও একজন ভালোমানের কুস্তিগীর ছিলেন। সাবেক কুস্তিগীর আবদুল মুবিন ফাইটারকেও রাখা হয়নি। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন সাবেক স্বর্ণজয়ী কুস্তিগীর শিরিন সুলতানা। তার কথা, ‘ঘোষিত ১৯ সদস্যের কমিটিতে মাত্র দুজন কুস্তিগীরকে রাখা হয়েছে। এরমধ্যে একজন আমি ও অন্যজন ফারুক উদ্দিন আহমেদ। কুস্তির মতো একটি খেলায় এমন প্রহসনের কমিটি না করলেও পারত জাতীয় ক্রীড়া পরিষদ।’ৎআরেক স্বর্ণজয়ী কুস্তিগীর বিল্লাল হোসেন বলেন, ‘বর্তমান কমিটিতে কুস্তি সংশ্লিষ্ট দুজন ছাড়া আর কাউকে আমি চিনি না। আমার ২২ বছরের কুস্তির ক্যারিয়ারে তাদের কাউকে আমি কখনো কুস্তিতে দেখিনি। কিভাবে তারা এখানে স্থান পেলেন, তা যাচাই করা উচিত যুব ও ক্রীড়া উপদেষ্টার দপ্তরের।’

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপডেট সংবাদ
বিনামূল্যে ব্রেকিং নিউজ পেতে ok ক্লিক করুন OK .

কুস্তিগীর কোথায় কমিটি

Update Time : 11:33:51 am, Friday, 21 March 2025

সার্চ কমিটির সুপারিশে দেশের বিভিন্ন ক্রীড়া ফেডারেশনে নতুন অ্যাডহক কমিটি দিচ্ছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। নয়টি ফেডারেশনের কমিটি ভেঙে অ্যাডহক কমিটি গঠন করা হয়।এরপর গত মাসে সাতটি ফেডারেশনের পর বুধবার আরও পাঁচটি ফেডারেশনে নতুন কমিটি দিয়েছে এনএসসি। নতুন ঘোষিত পাঁচ ফেডারেশনের কমিটির মধ্যে যাচ্ছেতাই অবস্থা কুস্তিতে।

শক্তির খেলা কুস্তিতে শক্তিমান কুস্তিগীরের সংখ্যা তলানিতে। এ নিয়ে ক্ষোভে ফেটে পড়েছেন কুস্তিগীররা। সাবেক সাধারণ সম্পাদক তাবিউর রহমান পালোয়ান দীর্ঘদিন পদ আকড়ে থাকলেও দেশের অন্যতম কিংবদন্তি কুস্তিগীর তিনি।সাবেক যুগ্ম সম্পাদক মেজবাহ উদ্দিন আজাদও একজন ভালোমানের কুস্তিগীর ছিলেন। সাবেক কুস্তিগীর আবদুল মুবিন ফাইটারকেও রাখা হয়নি। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন সাবেক স্বর্ণজয়ী কুস্তিগীর শিরিন সুলতানা। তার কথা, ‘ঘোষিত ১৯ সদস্যের কমিটিতে মাত্র দুজন কুস্তিগীরকে রাখা হয়েছে। এরমধ্যে একজন আমি ও অন্যজন ফারুক উদ্দিন আহমেদ। কুস্তির মতো একটি খেলায় এমন প্রহসনের কমিটি না করলেও পারত জাতীয় ক্রীড়া পরিষদ।’ৎআরেক স্বর্ণজয়ী কুস্তিগীর বিল্লাল হোসেন বলেন, ‘বর্তমান কমিটিতে কুস্তি সংশ্লিষ্ট দুজন ছাড়া আর কাউকে আমি চিনি না। আমার ২২ বছরের কুস্তির ক্যারিয়ারে তাদের কাউকে আমি কখনো কুস্তিতে দেখিনি। কিভাবে তারা এখানে স্থান পেলেন, তা যাচাই করা উচিত যুব ও ক্রীড়া উপদেষ্টার দপ্তরের।’