Dhaka 1:12 am, Saturday, 15 March 2025

মেহেদির রঙে রঙিন রোজা

মেহেদির রঙে রঙিন

বিশ্বজুড়ে বিচিত্র রীতি ও সংস্কৃতিতে উদযাপিত হয় পবিত্র রমজান। এসব রীতি ও সংস্কৃতির সব উৎস কোরআন ও হাদিস নয়, তবু যুগ যুগ ধরে স্থানীয়রা গুরুত্বের সঙ্গে তা পালন করে আসছে। রমজানকেন্দ্রিক এমন একটি ঐতিহ্য হলো প্রথম রোজার সময় মেয়েদের হাতে মেহেদি দেওয়া। সৌদি আরবের উত্তর সীমান্তবর্তী অঞ্চলের রীতি হলো কোনো মেয়ে যখন প্রথম রোজা রাখে তাদের হাতে মেহেদি দেওয়া হয়।

মেয়ের হাতে মেহেদি দিতে পরিবারের সদস্যরা একত্র হয় এবং তারা তার হাতে বাহারি নকশায় মেহেদি এঁকে দেয়। মেহেদি দিয়ে তারা তরুণীকে রোজা রাখতে উৎসাহিত করে এবং জীবনের প্রথম রোজাকে স্মরণীয় করে রাখতে চায়।উৎসবমুখর পরিবেশে আঁকা মেহেদির নকশা তরুণীর গর্ব ও উৎসাহ বাড়িয়ে দেয়। তারা তাদের নকশা আঁকা হাত অন্যকে দেখায়।এর মাধ্যমে সমাজে রমজানের চেতনাই সুদৃঢ় হয়।

ওয়াজদান আল আনজি সৌদি আরবের আরার অঞ্চলের বাসিন্দা। প্রথম রোজার সময় মেয়েদের হাতে মেহেদি দেওয়া প্রসঙ্গে তিনি বলেন, বহু বছর ধরে আমরা আমাদের মেয়েদের ব্যাপারে এই ঐতিহ্য বহন করে আসছি। এটা আমাদের শিশুদের আমাদের বয়স্কদের সঙ্গে যুক্ত করে। তারা পরস্পরের সঙ্গে রমজানের চেতনা ভাগাভাগি করে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বিনামূল্যে ব্রেকিং নিউজ পেতে ok ক্লিক করুন OK .

মেহেদির রঙে রঙিন রোজা

Update Time : 05:24:24 pm, Monday, 10 March 2025

বিশ্বজুড়ে বিচিত্র রীতি ও সংস্কৃতিতে উদযাপিত হয় পবিত্র রমজান। এসব রীতি ও সংস্কৃতির সব উৎস কোরআন ও হাদিস নয়, তবু যুগ যুগ ধরে স্থানীয়রা গুরুত্বের সঙ্গে তা পালন করে আসছে। রমজানকেন্দ্রিক এমন একটি ঐতিহ্য হলো প্রথম রোজার সময় মেয়েদের হাতে মেহেদি দেওয়া। সৌদি আরবের উত্তর সীমান্তবর্তী অঞ্চলের রীতি হলো কোনো মেয়ে যখন প্রথম রোজা রাখে তাদের হাতে মেহেদি দেওয়া হয়।

মেয়ের হাতে মেহেদি দিতে পরিবারের সদস্যরা একত্র হয় এবং তারা তার হাতে বাহারি নকশায় মেহেদি এঁকে দেয়। মেহেদি দিয়ে তারা তরুণীকে রোজা রাখতে উৎসাহিত করে এবং জীবনের প্রথম রোজাকে স্মরণীয় করে রাখতে চায়।উৎসবমুখর পরিবেশে আঁকা মেহেদির নকশা তরুণীর গর্ব ও উৎসাহ বাড়িয়ে দেয়। তারা তাদের নকশা আঁকা হাত অন্যকে দেখায়।এর মাধ্যমে সমাজে রমজানের চেতনাই সুদৃঢ় হয়।

ওয়াজদান আল আনজি সৌদি আরবের আরার অঞ্চলের বাসিন্দা। প্রথম রোজার সময় মেয়েদের হাতে মেহেদি দেওয়া প্রসঙ্গে তিনি বলেন, বহু বছর ধরে আমরা আমাদের মেয়েদের ব্যাপারে এই ঐতিহ্য বহন করে আসছি। এটা আমাদের শিশুদের আমাদের বয়স্কদের সঙ্গে যুক্ত করে। তারা পরস্পরের সঙ্গে রমজানের চেতনা ভাগাভাগি করে।