Dhaka 6:46 pm, Saturday, 24 May 2025

রক্তবৃষ্টি ইরানের সৈকত রঙিন লাল

রহস্যময় ‘রক্তবৃষ্টি’তে ইরানের সৈকত রঙিন লাল ।

ইরানে সম্প্রতি ঘটে যাওয়া এক চমকপ্রদ প্রাকৃতিক ঘটনা বিশ্বজুড়ে মানুষের কৌতূহল ও বিস্ময় সৃষ্টি করেছে। এক প্রবল বৃষ্টিপাতের পর সমুদ্র সৈকত উজ্জ্বল লাল আভায় রঙিন হয়ে উঠলে অনেকেই একে ‘রক্তবৃষ্টি’ বলে আখ্যা দিচ্ছেন, আবার কেউ কেউ এই বিরল দৃশ্যের মোহে মুগ্ধ হয়ে পড়েছেন।

একজন পর্যটক গাইড সামাজিকমাধ্যম এক্সে (সাবেক টুইটার) শেয়ার করা এক ভিডিওতে দেখা যায়, প্রবল বৃষ্টির পর পাহাড়ি লাল মাটি ধুয়ে এসে সমুদ্রের পানিতে মিশে গেছে, ফলে সৈকতজুড়ে এক বিস্ময়কর দৃশ্যের সৃষ্টি হয়েছে। ভূমির মাটি ও সমুদ্রের পানির সংমিশ্রণে পানির রং উজ্জ্বল টকটকে লাল হয়ে গেছে। ভিডিওর ক্যাপশনে ফারসি ভাষায় লেখা হয়েছে, ‘প্রসিদ্ধ লাল সৈকতের ভারী বৃষ্টিপাতের শুরু। পর্যটকদের জন্য এটি এক অবিশ্বাস্য অভিজ্ঞতা।’ এই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে নানান প্রতিক্রিয়া দেখা যায়। এক ব্যবহারকারী লেখেন, ‘আমি চাইতাম এই বৃষ্টির নিচে দাঁড়িয়ে থাকতে, যেখানে মাটি ভালোবাসায় রঙিন হয়ে গেছে!’   আরেকজন মন্তব্য করেন, ‘এই দৃশ্য সত্যিই অসাধারণ ও অনন্য!’   একজন আবার বিস্ময় প্রকাশ করে লেখেন, ‘সুবহানআল্লাহ! কী অপূর্ব সৌন্দর্য! সত্যিই, সৃষ্টিকর্তাই দুই জগতের সর্বশ্রেষ্ঠ চিত্রশিল্পী।’ উল্লেখ্য, ইরানের হরমুজ প্রণালির রেইনবো আইল্যান্ডে অবস্থিত এই সৈকত তার প্রাকৃতিক লাল মাটির জন্য বিশ্বজুড়ে পরিচিত। মাটিতে উচ্চমাত্রার আয়রন ও খনিজ পদার্থ থাকার ফলে এটি বছরের বিভিন্ন সময়েই উজ্জ্বল লালচে রঙ ধারণ করে।

 

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বিনামূল্যে ব্রেকিং নিউজ পেতে ok ক্লিক করুন OK .

রক্তবৃষ্টি ইরানের সৈকত রঙিন লাল

Update Time : 03:41:37 pm, Thursday, 13 March 2025

ইরানে সম্প্রতি ঘটে যাওয়া এক চমকপ্রদ প্রাকৃতিক ঘটনা বিশ্বজুড়ে মানুষের কৌতূহল ও বিস্ময় সৃষ্টি করেছে। এক প্রবল বৃষ্টিপাতের পর সমুদ্র সৈকত উজ্জ্বল লাল আভায় রঙিন হয়ে উঠলে অনেকেই একে ‘রক্তবৃষ্টি’ বলে আখ্যা দিচ্ছেন, আবার কেউ কেউ এই বিরল দৃশ্যের মোহে মুগ্ধ হয়ে পড়েছেন।

একজন পর্যটক গাইড সামাজিকমাধ্যম এক্সে (সাবেক টুইটার) শেয়ার করা এক ভিডিওতে দেখা যায়, প্রবল বৃষ্টির পর পাহাড়ি লাল মাটি ধুয়ে এসে সমুদ্রের পানিতে মিশে গেছে, ফলে সৈকতজুড়ে এক বিস্ময়কর দৃশ্যের সৃষ্টি হয়েছে। ভূমির মাটি ও সমুদ্রের পানির সংমিশ্রণে পানির রং উজ্জ্বল টকটকে লাল হয়ে গেছে। ভিডিওর ক্যাপশনে ফারসি ভাষায় লেখা হয়েছে, ‘প্রসিদ্ধ লাল সৈকতের ভারী বৃষ্টিপাতের শুরু। পর্যটকদের জন্য এটি এক অবিশ্বাস্য অভিজ্ঞতা।’ এই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে নানান প্রতিক্রিয়া দেখা যায়। এক ব্যবহারকারী লেখেন, ‘আমি চাইতাম এই বৃষ্টির নিচে দাঁড়িয়ে থাকতে, যেখানে মাটি ভালোবাসায় রঙিন হয়ে গেছে!’   আরেকজন মন্তব্য করেন, ‘এই দৃশ্য সত্যিই অসাধারণ ও অনন্য!’   একজন আবার বিস্ময় প্রকাশ করে লেখেন, ‘সুবহানআল্লাহ! কী অপূর্ব সৌন্দর্য! সত্যিই, সৃষ্টিকর্তাই দুই জগতের সর্বশ্রেষ্ঠ চিত্রশিল্পী।’ উল্লেখ্য, ইরানের হরমুজ প্রণালির রেইনবো আইল্যান্ডে অবস্থিত এই সৈকত তার প্রাকৃতিক লাল মাটির জন্য বিশ্বজুড়ে পরিচিত। মাটিতে উচ্চমাত্রার আয়রন ও খনিজ পদার্থ থাকার ফলে এটি বছরের বিভিন্ন সময়েই উজ্জ্বল লালচে রঙ ধারণ করে।