
প্রতিটি নারীর মনে থাকে একটুখানি ভালোবাসা, কিছুটা রোমান্স আর অন্তরঙ্গতার আশা। কিন্তু অনেক সময় দেখা যায়, স্বামীটা সবদিকেই ভালো, শুধু রোমান্টিকতা নেই। এতে সম্পর্ক ধীরে ধীরে একঘেয়ে হয়ে যেতে পারে। তবে হতাশ হওয়ার কিছু নেই—প্রেম জাগানোর রাস্তা বন্ধ হয়ে যায় না। একটু চেষ্টা আর ইতিবাচক মানসিকতায় আপনি সম্পর্ককে রঙিন করে তুলতে পারেন।অনেক পুরুষ জানেই না, ‘রোমান্টিক’ হতে ঠিক কী করতে হয়। তাই তারা চেষ্টাও করে না। আপনি খোলামেলা ভাষায় তাকে বুঝিয়ে দিন—কখন আপনি ভালোবাসা অনুভব করেন, কী করলে আপনি খুশি হন।আপনি যদি সবসময় অপেক্ষায় থাকেন,
তিনি কিছু করবেন, তাহলে হতাশাই বাড়বে। বরং নিজে থেকেই মাঝে মাঝে তাকে চমকে দিন। প্রিয় খাবার রান্না করুন, ছোট নোট লিখে বালিশের নিচে রাখুন, বা একটা হঠাৎ ডেট প্ল্যান করুন। এগুলো দেখে তিনি অনুপ্রাণিত হবেন। অনেক সময় পুরুষরা ভালোবাসা প্রকাশ করতে জানে না, কিন্তু সেটা তারা শিখতে পারে—আপনার কাছ থেকেই।প্রত্যেক মানুষের ভালোবাসা প্রকাশের ধরন ভিন্ন। কেউ কাজ দিয়ে ভালোবাসে, কেউ স্পর্শ দিয়ে, কেউ কথার মাধ্যমে। আপনার স্বামী কোন পথে ভালোবাসা প্রকাশ করেন, সেটা বোঝার চেষ্টা করুন। যখন বুঝবেন, তখন দেখবেন তিনি আসলে ভালোবাসেন, শুধু তা প্রকাশ করার ধরন আলাদা। রোমান্টিকতা মানেই শুধু মোমবাতি জ্বালানো নয়—তার নিজের ভালোবাসার ভাষাকেও আপনি মূল্য দিন।