
ভারত ম্যাচকে সামনে রেখে পাঁচদিন আগে দল নিয়ে শিলং পৌঁছেছেন বাংলাদেশ ফুটবল দলের হেড কোচ হাভিয়ের কাবরেরা। উদ্দেশ্য পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেয়া। ম্যাচের ভেন্যুতে অনুশীলন করে দলকে মঙ্গলবারের জন্য প্রস্তুত করা। গত তিনদিন তা কতোটুকু করতে পেরেছেন এই স্প্যানিশ কোচ? উল্টো শিলংয়ে কাটানো সময়টাতে বাজে অভিজ্ঞতার শিকার হচ্ছেন হামজা-জামালরা। এর সঙ্গে যোগ হয়েছে এখানকার বৈরী আবহাওয়া। গতকাল মেঘের রাজ্যে সকাল থেকেই ছিল মেঘের ঘনঘটা।
২৫শে মার্চ শিলংয়ের জওহরলাল নেহেরু স্টেডিয়ামে ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। এই ম্যাচের বাড়তি আকর্ষণ ইংলিশ প্রিমিয়ার লীগে খেলা বাংলাদেশি ফুটবলার হামজা চৌধুরী। মাত্র তিনটি অনুশীলন সেশনে এরইমধ্যে দলের সঙ্গে মিশে গেছেন বৃটিশ লীগে খেলা এই ফুটবলার। তাকে নিয়ে আগ্রহের শেষ নেই এখানকার মানুষেরও। ভারতের টিম ম্যানেজমেন্টের আগ্রহের কেন্দ্র বিন্দুতেও হামজা চৌধুরী। ভারতীয় কোচ মানোলো মার্কোও হামজাকে নিয়ে চর্চা করছেন। হামজা যখন বাংলাদেশের হয়ে মাঠে নামার প্রহর গুনছেন, দেশকে কিছু দেয়ার জন্য নিজেকে প্রস্তুত করতে চাইছেন, ঠিক তখনই বাংলাদেশ দলকে নানাভাবে বিরক্ত করছেন ভারতীয়রা। হোটেল থেকে শুরু করে প্র্যাকটিস মাঠ, কোথাও শান্তি পাচ্ছে না বাংলাদেশ দল। প্রথম দিন এবড়ো থেবড়ো মাঠে বাংলাদেশ দলকে প্র্যাকটিস করতে পাঠায় আয়োজকরা। পর দিন দেয় টার্ফের মাঠ। টাকা দিয়ে গতকালও সেখানে অনুশীলন করেছে বাংলাদেশ দল।