
দেশের উপকূলীয় অঞ্চলের আইনশৃঙ্খলা বাহিনী কোস্ট গার্ডের অপারেশন অফিসার হয়ে স্ক্রিনে আসছেন এ বি এম সুমন। উপকূল অঞ্চলের নিরাপত্তা ও শৃঙ্খলা বিধান এবং জাতীয় স্বার্থ সুরক্ষার দায়িত্বে থাকা এই বাহিনীর গৌরবগাথা অধ্যায় দেখা যাবে ‘উপকূল’ নামে ফিকশনে। নির্মাণ করছেন আবু হায়াত মাহমুদ। গেল ১১ দিন ধরে দেশের ভোলা, মোংলার বিভিন্ন লোকেশনে এর শুটিং চলছে।
সুমন জানান, তিনি শুটিং করছিলেন বাগেরহাটের মোংলা বন্দরে। তার ভাষ্য, কোস্ট গার্ড মূলত প্যারা মিলিটারি ফোর্স। সুন্দরবনে দস্যু ধরা, সমুদ্রে পেট্রোলের জাহাজ, নদীতে জেলেদের নিরাপত্তা, জলদস্যু বা চোরাচালান সবকিছুর আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ করে থাকে কোস্ট গার্ড। এর পাশাপাশি তারা দেশের প্রয়োজনে কাজ করতে সবসময় প্রস্তুত। এই বাহিনী সবসময় ছিল কিন্তু বেশি এক্সপোজ হয়নি। এই প্রথমবার ফিকশনালভাবে তাদের তুলে ধরা হচ্ছে। তাদের রিপ্রেজেন্ট করতে পেরে আনন্দ লাগছে। আমার বিশ্বাস, পর্দায় এমন একটি গল্প দর্শকদের ভালো লাগবে।