
কুমিল্লা চৌদ্দগ্রামে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে ১৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। সোমবার (২৪ মার্চ) দুপুরে চৌদ্দগ্রাম পৌর মিলনায়তনে বিএনপির সাংগঠনিক সভাকে কেন্দ্র করে কামরুল হুদা গ্রুপ ও হিরণ মোল্লা জুয়েল গ্রুপের মধ্যে দফায় দফায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল বন্ধ হয় যায়। কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক তোফায়েল হোসেন জুয়েল বলেন, সাংগঠনিক সভা উপলক্ষে পৌর মিলনায়তনে অন্য কোনো গ্রুপের নেতাকর্মীরা যেন ঢুকতে না পারে সেজন্য বাঁধা দেয় কামরুল হুদা গ্রুপের কর্মীরা। একই অভিযোগ করেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য সাজেদুর রহমান মোল্লা হিরণ।
তবে চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক কামরুল হুদা বলেন, সংঘর্ষের ঘটনায় তার নেতাকর্মীরা জড়িত নয়।
এ বিষয়ে চৌদ্দগ্রাম থানার ওসি হিলাল উদ্দিন আহমেদ বলেন, বিএনপির সাংগঠনিক সভায় দুই পক্ষের মধ্যে তর্কাতর্কির বিষয়ে শুনেছি। বর্তমানে পরিস্থিতি শান্ত আছে। এ ঘটনায় কোনো পক্ষ অভিযোগ দায়ের করেনি।