Dhaka 5:55 am, Tuesday, 18 March 2025

চাঁদপুরে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষ

বিএনপির দু’গ্রুপের সংঘর্ষ

চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়নে জেলেদের (বিজিএফ) চাল বিতরণকে কেন্দ্র করে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন। সোমবার (১৭ মার্চ) দুপুরে বহরিয়া বাজার ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স এলাকায় ৩ ও ৯ নং ওয়ার্ড জেলেদের চাল বিতরণকালে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- ইউনিয়নের বহরিয়া এলাকার আক্কাস খাঁন, সুফিয়ান, আফজাল খান, বোরহান, রাব্বি গাজী, মুকসুদ মিজি, মহসীন মিজি, জায়েদ মিজি, মমিন হাওলাদার ও মন্টু মিজি। আহতরা চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়েছে। এদের মধ্যে গুরুতর আহত রাব্বীকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে কর্তব্যরত চিকিৎসক।ওই ইউনিয়নের ৭নং ওয়ার্ড যুবদল সভাপতি মুকসুদ মিজি জানান, গতকাল থেকেই জেলেদের চাল বিতরণ শুরু হয়েছে। ইউনিয়ন বিএনপির সভাপতি নুরু ভুঁইয়া আজ ৭ নং ওয়ার্ডের লোকদের আসতে নিষেধ করে। যার কারণে কেউ আসেনি। কিন্তু দূরে দাঁড়িয়ে থেকে দেখা গেছে নুরু ভুঁইয়ার লোকজন যাদের কোন জেলে কার্ড নেই তারা চালের বস্তা নিয়ে যাচ্ছে। তখন এই কাজে বাঁধা দিলে মারামারি শুরু হয়।

এদিকে স্থানীয়ভাবে খোঁজ নিয়ে এবং লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, ইউনিয়নের ৩ ও ৯ নং ওয়ার্ড জেলেদের মাঝে সরকারি চাল বিতরণকে কেন্দ্র করে ইউনিয়ন বিএনপির সভাপতি নুরু ভূঁইয়া অনুসারী আক্কাস খাঁন, সুফিয়ান, আফজাল খাঁন, বোরহান, রাব্বি এবং অপরপক্ষে ইউনিয়ন বিএনপি’র সহ-সভাপতি সুমন আহমেদ ভূঁইয়া, তার অনুসারী আলমগীর মিজি, মুকছুদ মিজি, শাকিল, কাউসারসহ ১০ থেকে ১৫ জন জেলেদের মাঝে সরকারি চাল বিতরণের সময় কিছু জেলে কার্ড ব্যাতীত চাল নিতে চাইলে উভয়পক্ষের মধ্যে তর্ক-বিতর্ক ও হাতাহাতি হয়। হাতাহাতির একপর্যায়ে কার্ডধারী ও কার্ড ব্যাতিত জেলেরা লাঠিসোটা ও দেশীয় অস্ত্র এবং টেঁটা নিয়ে সংঘর্ষ জড়িয়ে পড়ে।

চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মাহমুদুল হাসান জানান, সংঘর্ষের ঘটনায় কয়েকজন হাসপাতালে আসে। এর মধ্যে রাব্বিা নামে একজনের মাথায় টেঁটাবিদ্ধ থাকায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করা হয়েছে। একজন এখানে চিকিৎসাধীন রয়েছে। বাকি আহতরা প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বিনামূল্যে ব্রেকিং নিউজ পেতে ok ক্লিক করুন OK .

চাঁদপুরে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষ

Update Time : 10:39:48 pm, Monday, 17 March 2025

চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়নে জেলেদের (বিজিএফ) চাল বিতরণকে কেন্দ্র করে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন। সোমবার (১৭ মার্চ) দুপুরে বহরিয়া বাজার ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স এলাকায় ৩ ও ৯ নং ওয়ার্ড জেলেদের চাল বিতরণকালে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- ইউনিয়নের বহরিয়া এলাকার আক্কাস খাঁন, সুফিয়ান, আফজাল খান, বোরহান, রাব্বি গাজী, মুকসুদ মিজি, মহসীন মিজি, জায়েদ মিজি, মমিন হাওলাদার ও মন্টু মিজি। আহতরা চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়েছে। এদের মধ্যে গুরুতর আহত রাব্বীকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে কর্তব্যরত চিকিৎসক।ওই ইউনিয়নের ৭নং ওয়ার্ড যুবদল সভাপতি মুকসুদ মিজি জানান, গতকাল থেকেই জেলেদের চাল বিতরণ শুরু হয়েছে। ইউনিয়ন বিএনপির সভাপতি নুরু ভুঁইয়া আজ ৭ নং ওয়ার্ডের লোকদের আসতে নিষেধ করে। যার কারণে কেউ আসেনি। কিন্তু দূরে দাঁড়িয়ে থেকে দেখা গেছে নুরু ভুঁইয়ার লোকজন যাদের কোন জেলে কার্ড নেই তারা চালের বস্তা নিয়ে যাচ্ছে। তখন এই কাজে বাঁধা দিলে মারামারি শুরু হয়।

এদিকে স্থানীয়ভাবে খোঁজ নিয়ে এবং লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, ইউনিয়নের ৩ ও ৯ নং ওয়ার্ড জেলেদের মাঝে সরকারি চাল বিতরণকে কেন্দ্র করে ইউনিয়ন বিএনপির সভাপতি নুরু ভূঁইয়া অনুসারী আক্কাস খাঁন, সুফিয়ান, আফজাল খাঁন, বোরহান, রাব্বি এবং অপরপক্ষে ইউনিয়ন বিএনপি’র সহ-সভাপতি সুমন আহমেদ ভূঁইয়া, তার অনুসারী আলমগীর মিজি, মুকছুদ মিজি, শাকিল, কাউসারসহ ১০ থেকে ১৫ জন জেলেদের মাঝে সরকারি চাল বিতরণের সময় কিছু জেলে কার্ড ব্যাতীত চাল নিতে চাইলে উভয়পক্ষের মধ্যে তর্ক-বিতর্ক ও হাতাহাতি হয়। হাতাহাতির একপর্যায়ে কার্ডধারী ও কার্ড ব্যাতিত জেলেরা লাঠিসোটা ও দেশীয় অস্ত্র এবং টেঁটা নিয়ে সংঘর্ষ জড়িয়ে পড়ে।

চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মাহমুদুল হাসান জানান, সংঘর্ষের ঘটনায় কয়েকজন হাসপাতালে আসে। এর মধ্যে রাব্বিা নামে একজনের মাথায় টেঁটাবিদ্ধ থাকায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করা হয়েছে। একজন এখানে চিকিৎসাধীন রয়েছে। বাকি আহতরা প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছে।