
টানা চার দিনের বৃষ্টিতে চুয়াডাঙ্গা জেলায় ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এই জেলার মাঠ ঘাটে ঘুরে দেখা গিয়েছে সোমবার (১৬ সেপ্টেম্বর) জেলা উপজেলার ইউনিয়ন ভিত্তি যত মাঠ আছে যত চাষাবাদের মাঠ আছে চাষের জমিতে পানি জমে ফসল নষ্ট হয়েছে অনেক যায় গায়।
খোঁজ নিয়ে জানা যায়, টানা বৃষ্টির কারণে জেলা,উপজেলার,ইউনিয়নের যত মাঠ আছে ও বিভিন্ন নিচু ফসলি জমিতে পানি জমে গিয়েছে । এতে অনেক যায়গায় যেমন পেঁপে, কাঁচা মরিচ, পাকা ধান ফুলকপি সহ বিভিন্ন ফসলে ব্যাপক ক্ষয় ক্ষতি হয়েছে। কেনো কেনো যায়গায় পেঁপে গাছ ভেঙে পড়েছে ও কোথাও কোথাও গাছের গোড়ায় পচন ধরেছে কিছু জায়গায় গাছ উপড়ে গিয়েছে, এদিকে কাঁচা মরিচগাছ পানি জমে ঝিমিয়ে পড়েছে এবং মারা গিয়েছে গাছ গুলো,এবং ফুলকপি গাছের গোড়ায় পানি ওঠার কারণে গাছগুলো নষ্ট হয়ে যাচ্ছে বলে যান অনেক চাষী । এছাড়া, চুয়াডাঙ্গা জেলার অনেক পুকুরের পানি বেড়ে মাছ ভেসে গিয়েছে বিভিন্ন জায়গায় এছাড়া পাড়া মহল্লার নিশু রাস্তাঘাট গুলো পানি জমাট বেধেছে।
এসময় অনেক এই জেলার স্থানীয় কৃষকেরা বলেন, টানা চার দিনের বৃষ্টিতে কৃষকদের ব্যাপক ক্ষতি অপূরণীয়। কৃষকরা প্রাকৃতিক দুর্যোগের এই ক্ষতিতে সরকারের কাছে সহযোগিতা কামনা করছে।
চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার কৃষি অফিসার শারমিন আক্তার বলেন, ‘টানা চার দিনের বৃষ্টিতে সবজি চাষে ব্যাপক ক্ষয় ক্ষতি হয়েছে। তিনি আরও বলেন তবে কতটুকু ক্ষয় ক্ষতি হয়েছে তা মাঠ জরিপের পর জানা যাবে বলে যানান।