Dhaka 8:50 pm, Friday, 14 March 2025

কুমারখালীতে নাশকতা মামলায় দুই ছাত্রলীগ নেতা গ্রেফতার

কুষ্টিয়ার কুমারখালীতে নাশকতা মামলায় নিষিদ্ধ ঘোষিত দুই ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার সকালে কুমারখালী পৌরসভার পদ্মপুকুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। দুপুরে আদালতের মাধ্যমিক কারাগারে পাঠিয়েছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন কুমারখালী পৌর ছাত্রলীগের সভাপতি খন্দকার মুবিন হাসান প্রান্ত ও উপ দপ্তর সম্পাদক মেজবাউল হক হৃদয়।
পুলিশ সুত্রে জানা যায়, রবিবার সকাল ৬টার দিকে লিফলেট বিতরণ ও নাশকতা চেষ্টার উদ্দেশ্যে পৌরসভার পদ্মপুকুর এলাকায় জড়ো হতে থাকে আওয়ামীলীগের নেতাকর্মীরা। পরে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় তারা। এসময় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা হৃদয়কে লাঠিসোঁটাসহ ঘটনাস্থল থেকে আটক করে পুলিশ। এ ঘটনায় সকাল ১০টার দিকে আটককৃত হৃদয়কে আসামি করে নাশকতা আইনে মামলা করেন বৈষম্যবিরোধী আন্দোলনের ছাত্র শামীম হোসেন। মামলায় অজ্ঞাত আসামি করা হয়েছে আরো ৩০ জনকে। পরে ছাত্রলীগের আরেক নেতা প্রান্তকে শহরের উপজেলা রোড থেকে গ্রেফতার করা হয়।
কুমারখালী থানার ওসি সোলায়মান শেখ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ৩০ জনকে আসামি করে নাশকতা আইনে মামলা দায়ের হয়েছে। মামলার অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান চালাচ্ছে পুলিশ।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুমারখালী শাখার সদস্য সচিব আসাদুজ্জামান আলী বলেন, স্বৈরাচারী আওয়ামীলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের সন্ত্রাসী বাহিনী নাশকতা করতে পদ্মপুকুর এলাকায় জড়ো হচ্ছিল। পরে পুলিশের খবর পেয়ে দ্রুত পালিয়ে যায়। আমরা থানায় মামলা করেছি।

 

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বিনামূল্যে ব্রেকিং নিউজ পেতে ok ক্লিক করুন OK .

কুমারখালীতে নাশকতা মামলায় দুই ছাত্রলীগ নেতা গ্রেফতার

Update Time : 06:09:35 pm, Sunday, 9 February 2025

কুষ্টিয়ার কুমারখালীতে নাশকতা মামলায় নিষিদ্ধ ঘোষিত দুই ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার সকালে কুমারখালী পৌরসভার পদ্মপুকুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। দুপুরে আদালতের মাধ্যমিক কারাগারে পাঠিয়েছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন কুমারখালী পৌর ছাত্রলীগের সভাপতি খন্দকার মুবিন হাসান প্রান্ত ও উপ দপ্তর সম্পাদক মেজবাউল হক হৃদয়।
পুলিশ সুত্রে জানা যায়, রবিবার সকাল ৬টার দিকে লিফলেট বিতরণ ও নাশকতা চেষ্টার উদ্দেশ্যে পৌরসভার পদ্মপুকুর এলাকায় জড়ো হতে থাকে আওয়ামীলীগের নেতাকর্মীরা। পরে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় তারা। এসময় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা হৃদয়কে লাঠিসোঁটাসহ ঘটনাস্থল থেকে আটক করে পুলিশ। এ ঘটনায় সকাল ১০টার দিকে আটককৃত হৃদয়কে আসামি করে নাশকতা আইনে মামলা করেন বৈষম্যবিরোধী আন্দোলনের ছাত্র শামীম হোসেন। মামলায় অজ্ঞাত আসামি করা হয়েছে আরো ৩০ জনকে। পরে ছাত্রলীগের আরেক নেতা প্রান্তকে শহরের উপজেলা রোড থেকে গ্রেফতার করা হয়।
কুমারখালী থানার ওসি সোলায়মান শেখ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ৩০ জনকে আসামি করে নাশকতা আইনে মামলা দায়ের হয়েছে। মামলার অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান চালাচ্ছে পুলিশ।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুমারখালী শাখার সদস্য সচিব আসাদুজ্জামান আলী বলেন, স্বৈরাচারী আওয়ামীলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের সন্ত্রাসী বাহিনী নাশকতা করতে পদ্মপুকুর এলাকায় জড়ো হচ্ছিল। পরে পুলিশের খবর পেয়ে দ্রুত পালিয়ে যায়। আমরা থানায় মামলা করেছি।